কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে : প্রেস সচিব

মডেল মসজিস। ইনসেটে প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
মডেল মসজিস। ইনসেটে প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্ত করে দেখছে। এসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের কোনো অনুদান নেই।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেছেন, এক বিলিয়নের এই প্রকল্পে সৌদি আরবের কোনো ফান্ড ছিল না। প্রতিটি মসজিদ নির্মাণে ১৭ থেকে ১৮ কোটি টাকা করে খরচ করা হয়েছে। দুর্নীতি না হলে ৭ থেকে ৮ কোটি টাকায় করা যেত।

৫৬০টি মসজিদ নির্মাণে খরচ হয়েছিল এক বিলিয়ন ডলার উল্লেখ করে শফিকুল আলম বলেন, পতিত স্বৈরাচারের সমর্থকরা বলেছিল এটা সৌদির আরবের ফান্ডের। সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি। এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসেছে। অনেক ধরনের অনিয়ম। সেটা নিয়ে কেবিনেট মিটিংয়ে আলাপ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় তদন্ত করার জন্য একটা কমিটি করে দিয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা কেবিনেট সচিবকে বলেছেন, সরকারি সংস্থাগুলোতে দ্রুত প্রচুর জনবল নিয়োগ করতে। যেসব ভেকেন্সি আছে। কেবিনেট সচিব আগামী মিটিংয়ে এটা উপস্থাপন করবেন যে কোথায় কোথায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। খুব দ্রুত করা হবে।

প্রেস সচিব বলেন, যেসব কোম্পানি বাংলাদেশের কাছে পাওনা ছিল, আজ একটি পর্যালোচনা করা হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত এই ডিওগুলো ক্লিয়ার হবে। গ্রীষ্মকালে নেপাল আমাদের বিদ্যুৎ দিয়ে থাকে। শীতকালে নেপালের বিদ্যুতের প্রচুর চাহিদা। তখন আমাদের বিদ্যুৎ কম প্রয়োজন হয়। তাই শীতকালে আমাদের অতিরিক্ত বিদ্যুৎ নেপালে কীভাবে পাঠানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বর্ষাকালে চট্টগ্রামের জলাবদ্ধতা হয়। চট্টগ্রামের মানুষ খুবই ভোগান্তিতে পড়েন। এটা নিয়ে আজকে কেবিনেটে অনেক আলোচনা হয়েছে। জলাবদ্ধতা দূর করার জন্য যেসব প্রজেক্ট নেওয়ার ছিল, সেই বিষয়গুলো আজ একটা রিভিউ হয়। মিটিংয়ে জানানো হয়, অনেকগুলো প্রজেক্ট সন্তোষজনক। আমরা আশা করছি চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী বর্ষায় কমবে। পুরোপুরি যাবে কি না, এ বিষয়ে আমরা এখনই বলতে পারছি না।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

আগ্নেয়াস্ত্র উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

যত বেশি সংবাদ প্রকাশিত হবে, তত গণতন্ত্র উন্নত হবে : পিপি 

সাত মাসে হাফেজ হলেন আবদুল্লাহ

‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, ধর্মের রাজনীতি করি’

বাড়িতে ইফতার করতে তাড়াহুড়ো, সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর

দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে : আমান উল্লাহ আমান

জামিন পেলেন ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা সেই নেতা

‘কোরআন-সুন্নাহ ও তাকওয়াভিত্তিক জীবন গঠনই তরিকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য’

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

১০

দেশে তিন মাসে কোটিপতি বেড়েছে ৫ হাজার

১১

শুক্রবার রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব

১২

রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নেই : হুম্মাম কাদের

১৩

ড্যাপের প্রস্তাবিত সংরক্ষিত জায়গা উদ্ধারে যৌথ অভিযানে নামবে ডিএনসিসি ও রাজউক

১৪

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় হাসনাত-সারজিস

১৫

দুর্নীতির প্রমাণ দিতে পারলে এনসিপি থেকে পদত্যাগ করবেন তানভীর!

১৬

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৭

ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মৃত্যু থামবে না আছিয়াদের : সাদা দল 

১৮

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু শনিবার

১৯

আছিয়ার মৃত্যুর বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে : চরমোনাইর পীর

২০
X