মাগুরায় শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় ৯ ঘণ্টার মধ্যে বিচারের কাজ শুরুর দাবি জানিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তিনি।
তরিকুল ইসলাম বলেন, আছিয়া উন্নত চিকিৎসা পেয়েও না ফেরার দেশে চলে গেল, অথচ এখনো খুনির বিচার হলো না। এটা সরকারের ব্যর্থতা বলে আমরা মনে করছি।
তিনি বলেন, আমরা মনে করছি এই হত্যাকাণ্ডের সঙ্গে গণজাগরণ মঞ্চের হাত আছে। তাদের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বিশেষ করে লাকির জড়িত থাকতে পারে বলে মনে করছি। যদি এদের বিচার না হয় আমরা কঠোর আন্দোলনের ডাক দিব।
মন্তব্য করুন