ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় আসা ফারজানা সিঁথি। মঙ্গলবার (১১ মার্চ) রাতে খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তিনি।
সিঁথি বলেন, ২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন। পাশাপাশি আমার জীবনযাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে। সেইসঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন।
তিনি আরও বলেন, লাইভটি তখন দেখিনি। সম্প্রতি নজরে আসে আমার। এ অবস্থায় তার ওই লাইভ অনেকেই দেখেছেন। ফলে বিষয়টি আমার জন্য হুমকিস্বরূপ। আমি অনিরাপদ বোধ করছি। সেই কারণে মঙ্গলবার শেরেবাংলা নগর থানায় গিয়ে মামলা করি।
সিঁথি বলেন, ওনাকে আপনারা চিনবেন। সম্প্রতি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সাভার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত।
উল্লেখ্য, সিঁথিকে সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। ‘একলা মানুষ’ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি।
মন্তব্য করুন