ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৪:৫৯ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

লাকীকে গ্রেপ্তারসহ পাঁচ দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চ

শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধন। ছবি : কালবেলা
শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধন। ছবি : কালবেলা

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার, তিন মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তিসহ পাঁচ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে শান্তিপূর্ণ এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।

বুধবার (১২ মার্চ) বিকালে রাজধানীর শাহবাগে এক মানববন্ধনে এ ঘোষণা দেন তিনি।

হাদী বলেন, গত ১৪ বছরে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, হাজার হাজার আয়নাঘর গড়া হয়েছে, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ভাইবোনদের কলিজা ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে সেগুলো যে কায়েম করেছে সেই অসভ্যতার নাম শাহবাগ, শাহবাগ, শাহবাগ।

তিনি বলেন, গত পনের বছরে মোল্লাদের এমনভাবে প্রান্তিক করা হয়েছে যখন তারা কোনো কিছুর জন্য দাঁড়ায় তখন তারা মব মব বলে চিল্লাচিল্লি করে। আমরা সচিবালয়সহ অনেক জায়গায় দাঁড়িয়েছি কিন্তু কেউ বলতে পারবে আমরা পুলিশের গায়ে হাতে দিয়েছি?

ইনকিলাব মঞ্চের ঘোষিত পাঁচ দাবি হলো- ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং মিথ্যা মামলাকারীর বিচার করতে হবে; দেশকে অস্থিতিশীল করতে মব তৈরি করে পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে; শাহবাগের কসাই লাকী আক্তার ও অন্যদের গ্রেপ্তার করে ২০১৩ সালের সকল ষড়যন্ত্র উন্মোচিত করতে হবে; জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও সকল গণহত্যার সুষ্ঠু তদন্ত করা এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদী বলেন, কোন ধরনের উসকানি ছাড়া এক শাহবাগী পুলিশের ওপর লাঠি ছুড়েছে। পুলিশ কমিশনার মামুনকে উপর্যুপুরি মারধর করেছে। এরপর সাত-আটজন সন্ত্রাসী তার ওপর আক্রমণ করেছে। কেউ বলতে পারবেন গতকাল পুলিশের হাতে লাঠি ছিল?

হাদী বলেন, গতকাল তারা গেছে ধর্ষকদের শাস্তির দাবিতে কিন্তু তারা স্লোগান দিয়েছে ইউনূসের বিরুদ্ধে। আওয়ামী লীগ সর্বশেষ ট্রাম কার্ড হিসেবে শাহবাগীদের ব্যবহার করেছে। তারা আনসার, টোকাই, রিকশাওয়ালা হিসেবে ফিরে এসেছে। আমরা শাহবাগী হলে তাদের শাহবাগে লটকিয়ে রাখতাম। কিন্তু আমরা শাহবাগী না, তাই আমরা সরকারের কাছে বিচার চাই।

বিচারের দাবিতে হাদী বলেন, অন্তত এক হাজার কারণ রয়েছে এই খুনি লাকীদের জেলখানায় থাকার জন্য কিন্তু এই লাকী আজকেও মিছিল করেছে। তোমাদের বিষ দাঁত আমরা উপরে ফেলব। এদের বিচার সরকারকে করতে হবে, করতে হবে।

মানববন্ধনে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ বলেন, নতুন করে শাহবাগ মাথাচাড়া দিয়ে উঠছে। শাহবাগের লাকী এখন রাস্তায় অথচ তাদের জেলে থাকার কথা। নতুন করে কেউ শাহবাগ গড়ার চিন্তা করলে আপনারা ভুল ভাবছেন।

ঢাবি শাখার সদস্য সচিব ফাতিমা আক্তার ঝুমা বলেন, ধর্ষণের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে এসেছে, সরকার পদক্ষেপ নিয়েছে কিন্তু তারপরও যারা এই শাহবাগে বিচার না চেয়ে ফাঁসি চেয়েছে, আলেমদের হত্যা করতে সহযোগিতা করেছে তারা আজকে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। যেই শাহবাগেকে খারিজ করে চব্বিশ হয়েছে সেখানে আর কখনো শাহবাগ হবে না, বিচারহীনতার সংস্কৃতি হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের, এই লাকী আক্তারদের ঘুড়ি বাংলার আকাশে কিন্তু নাটাই ভারতের হাতে। তাদের এই উদ্দেশ্য আমরা বেঁচে থাকতে সফল হতে দিব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি হিন্দু, আমি শিবির না’ পুলিশকে ছাত্রদল নেতা নয়ন

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার অনুষ্ঠিত 

ষড়যন্ত্র রুখতে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন : আমিনুল হক 

‘সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে না পারলে শিশু ধর্ষণ কমবে না’

পরমাণু ইস্যুতে আলোচনায় বসছে তিন দেশ

ইসির নানা উদ্যোগ, ‘নাখোশ’ সংস্কার কমিশন প্রধান

চকোলেটের লোভ দেখিয়ে শিশু অপহরণের চেষ্টা, অতঃপর...

অ্যাথলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগে কে হাসবে শেষ হাসি?

ধর্ষণবিরোধী পদযাত্রায় প্রকাশিত ছবি সম্পর্কে পুলিশের বক্তব্য

একটি গোষ্ঠী নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে : গোলাম পরওয়ার  

১০

আরও তিন ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত

১১

সাংবাদিকদের ‘অবাঞ্ছিত’ বলে বের করে দেওয়ার হুমকি বিএনপি নেতার

১২

পুতিন রাজি হলেই থেমে যাবে যুদ্ধ

১৩

এবি পার্টির গণ-ইফতারে বক্তারা / দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিন

১৪

প্রশাসনের অভিযানে দুই ক্লিনিককে অর্থদণ্ড, ১টি সিলগালা

১৫

ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৮ হাজার টন চাল

১৬

কিডনি দিবস ও ২৬ মার্চ উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১৭

অভ্যুত্থানে ছাত্রশিবির ঐতিহাসিক অবদান রেখেছে : শিবির সভাপতি

১৮

এক টাকায় ইফতার বিক্রি করলেন হিরো আলম

১৯

কিউএস র‍্যাঙ্কিং  / বিশ্বসেরার তালিকায় দেশের ৩ বিশ্ববিদ্যালয়

২০
X