কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সৈয়দ মনজুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মনজুর এলাহী। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মনজুর এলাহী। ছবি : সংগৃহীত

বিশিষ্ট শিল্পপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ মার্চ) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি একজন দেশপ্রেমিক ব্যবসায়ী ছিলেন। দেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার একান্ত পরিশ্রমে অ্যাপেক্স ফুটওয়্যার দেশের শীর্ষস্থানীয় জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান হয়ে ওঠে।’

১৯৯৬ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারে সৈয়দ মঞ্জুর এলাহী যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারে কৃষি, নৌপরিবহণ, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

দায়িত্ব পালনকালে তার দক্ষতার প্রশংসা করে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সংগঠক হিসেবেও তার অসামান্য কৃতিত্ব রয়েছে। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতির দায়িত্ব পালন করেছেন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্যও ছিলেন তিনি।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশের উদ্যোক্তা জগতে সবার শ্রদ্ধাভাজন, দেশপ্রেমিক শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে আমি গভীর শোক জানাই। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

উল্লেখ্য, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী।

সিঙ্গাপুর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, মৃত্যুর আগপর্যন্ত আমি ও আামার বোন বাবার শয্যার পাশে ছিলাম। আজই বাবার মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করব।

সৈয়দ মঞ্জুর এলাহী বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়া ব্যবসায় যুক্ত হন। তারপর চামড়া খাতের একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতা বিদেশে রপ্তানি শুরু হয়। রপ্তানির পাশাপাশি দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থানে আছে তার প্রতিষ্ঠান অ্যাপেক্স।

উল্লেখ্য, সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৭২ সালে ‘মঞ্জুর ইন্ডাস্ট্রিজ’ নামে কোম্পানি করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন। ১৯৭৬ সালে ১২ লাখ ২২ হাজার টাকায় রাষ্ট্রমালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিয়ে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। তারও ১৪ বছর পর যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুটওয়্যার এখন দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ কারও তালুকদারি নয় : মির্জা আব্বাস

আইন উপদেষ্টার কাছে ধর্ষণবিরোধী মঞ্চের ৫ দাবি

চটলেন মমতা, প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মিয়ানমারের বিরুদ্ধে মামলায় বাংলাদেশের সমর্থন চায় গাম্বিয়া

ইফতার মাহফিলকে ঘিরে বিএনপির সংঘর্ষ, নিহত ১

জবি ছাত্রদলের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার লিফলেট বিতরণ 

উপজেলা প্রশাসনের র‌্যালিতে আ.লীগ নেতারা, অতঃপর... 

উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ কুবি শিক্ষকের বিরুদ্ধে

১০

‘গুনাহগার’ শেখ সাদী, পরী বললেন ‘মাশাল্লাহ’

১১

নতুন বউ নিয়ে ফেরার পথে বরযাত্রীকে গাছে বেঁধে ডাকাতি

১২

ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৮ হাজার মেট্রিক টন চাল 

১৩

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে হত্যা : দম্পতির দোষ স্বীকার 

১৪

৮ উপদেষ্টা নিয়োগের খবর নিয়ে যা জানা গেল

১৫

মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

১৬

ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে ইরান

১৭

দা হাতে বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

১৮

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, অতঃপর...

১৯

ধর্ষণবিরোধী পদযাত্রায় সংঘর্ষ : ১২ জনের নামে পুলিশের মামলা

২০
X