মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামানের পরিচয়

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত
ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী।

সোমবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

তিনি এখন প্রতিমন্ত্রী পদমর্যাদার পদে দায়িত্ব পালন করবেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। অর্থ উপদেষ্টাকে সহায়তা করার মাধ্যমে অর্থনৈতিক নীতিনির্ধারণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এ ছাড়াও ড. আনিসুজ্জামান সরকারের বিভিন্ন পর্যায়ে পরামর্শদাতা হিসেবেও কাজ করবেন।

ড. আনিসুজ্জামান চৌধুরীকে এই পদে নিয়োগ দেওয়ার ফলে সরকারের নিয়ম মোতাবেক তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা লাভ করবেন।

ড. আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। সত্তরের দশকে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

এরপর আশির দশকে তিনি কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পরে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অধ্যাপনা শুরু করেন।

বর্তমানে, ড. আনিসুজ্জামান চৌধুরী ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড সাইকোলজি এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের স্কুল অব বিজনেসে অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ড. চৌধুরী ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত জাতিসংঘের শীর্ষ পদে নিউইয়র্ক এবং ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করেছেন।

তার অধ্যাপনা কার্যক্রম সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড (অস্ট্রেলিয়া) এবং ইউনিভার্সিটি অব ম্যানিটোবা (কানাডা)-তে বিস্তৃত ছিল।

এ ছাড়া অর্থনীতি এবং ম্যাক্রো-ডেভেলপমেন্ট বিষয়ে ড. আনিসুজ্জামান চৌধুরী অনেক গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তিনি পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ব্যাপক গবেষণা করেছেন।

তার পেশাগত অবদানের জন্য তিনি বহু আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছেন এবং জার্নাল অব দ্য এশিয়া প্যাসিফিক ইকোনমির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে (১৯৯৫-২০০৮) কাজ করেছেন।

বর্তমানে, তিনি ওই জার্নালের সম্পাদকীয় পরিষদের সহসম্পাদক হিসেবে কাজ করছেন। এ ছাড়া, তিনি ইকোনমিক অ্যান্ড লেবার রিলেশনস রিভিউর সম্পাদকীয় পরিষদেরও সদস্য।

অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ড. আনিসুজ্জামানের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন। তার গবেষণা ও বিশ্লেষণ দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হয়েছে।

এ ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার আগে ড. আনিসুজ্জামান একাধিক সরকারি-বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটে চান্সপ্রাপ্ত শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান

নারী নির্যাতনের বিরুদ্ধে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ

জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

জেলেনস্কির পর সৌদি যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী শাসনামলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

সাংবাদিক, অধ্যাপকসহ ৯ জনকে লিগ্যাল নোটিশ পাঠালেন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক

রাজশাহীর সড়কে ঝড়ল স্কুলছাত্রের প্রাণ

স্ত্রীসহ তাজুল ইসলামের আয়কর নথি জব্দের আদেশ

দলীয় নেতাকে খুনের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার

সেহরির সময় কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

১০

হাজার হাজার লিটার সয়াবিন তেল টি কে গ্রুপের ডিলারের গুদামে

১১

ছাত্রদল সম্পাদকের বক্তব্যের নিন্দা ঢাবি শাখা শিবিরের

১২

সাংবাদিককে মারধর / সাতক্ষীরায় ডা. হাফিজুল্লাহর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৩

ধর্ষণ মামলার আসামির আইনজীবী ও ছাত্র-জনতার সংঘর্ষ, আহত ৬

১৪

বাসমতি চালের স্বীকৃতি নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব

১৫

৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ নতুন দলের নেতার বিরুদ্ধে

১৬

যাদের হাতে উঠল আইফা অ্যাওয়ার্ড ২০২৫

১৭

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ, অন্যরা কত করে পাবেন?

১৮

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সালাউদ্দীন আলী

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগেই সৌদি সফরে জেলনস্কি

২০
X