কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১২:৫০ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হিজবুত তাহরীর সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ : পুলিশ হেডকোয়ার্টার্স

পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত
পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত

হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

শুক্রবার (৭ মার্চ) এক বার্তায় এ কথা জানায় সংস্থাটি।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিজবুত তাহরীর সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির যে কোনো কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হচ্ছে। নিষিদ্ধ সংগঠনগুলোর যে কোনো প্রচারণামূলক কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে তা দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হিজবুত তাহরীর ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উত্তরা সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরা সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্যরা ৭ মার্চ বাইতুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামক একটি সমাবেশ পালনসংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে।

ডিসি তালেবুর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এ মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের কাছে জব্দ করা আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি নেই, নেওয়া হতে পারে সিঙ্গাপুর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বদলাবে কি না, জানালেন ভারতীয় সেনাপ্রধান

বিআরপি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদল নেতা মিরাজের ইফতার বিতরণ

সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

মাগুরার শিশুটি নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

সেহরির সময় চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৬

শিশুকে ধর্ষণ করে বন্ধুদের ভিডিও পাঠায় যুবক

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলিতে যুবক নিহত

মাগুরার শিশুটির ৪ দিনেও জ্ঞান ফেরেনি, এজাহারে লোমহর্ষক বর্ণনা

মরলে মরব, আন্দোলনে যাব : বাবাকে বলতেন শহীদ রিয়ান

১০

ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কাটলেন বিএনপি নেতারা

১১

‘প্রবর্তনা’য় পেট্রলবোমা ছোড়ার ঘটনায় মামলা

১২

স্কুলছাত্রকে গলাটিপে হত্যার অভিযোগ

১৩

গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে দ্রুত নির্বাচন দিন : পিন্টু

১৪

আশাশুনি উপজেলা বিএনপির ইফতার মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৫

০৯ মার্চ : আজকের নামাজের সময়সূচি

১৬

কেমন থাকবে আজকের আবহাওয়া

১৭

আমি হিযবুত তাহরীরের নেতা নই: দিলি হুসাইন

১৮

০৯ মার্চ : টিভিতে আজ দেখা যাবে যেসব খেলা 

১৯

০৯ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X