নারীদের অগ্রযাত্রায় সমাজে যারা ভূমিকা রাখছেন এমন ৫১ জনকে নারী দিবস উপলক্ষে বন্ধুত্ব ও ভালোবাসার প্রতীক হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করেছে ঢাকার রাশিয়ান হাউস ও সোভিয়েত অ্যালামনি অ্যাসোসিয়েশন বাংলাদেশ।
বৃহস্পতিবার (০৬ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে ঢাকার রাশিয়ান হাউসে এ সম্মাননা প্রদান করা হয়।
এতে অংশ নিয়ে সম্মাননা প্রাপ্ত নারীরা বলেন, একটি পরিবার ও একটি সমাজকে গুছাতে নারীরা ক্রমাগত দেই অবদান রাখছেন তার স্বীকৃতি দেয়া উচিত। নারীদের সম্মান করা উচিত। নারীদের আরো এগিয়ে যেতে সবাইকে পাশে থাকা দরকার। রাশিয়ান হাউসের এই সম্মাননা সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।
এসময় বিশিষ্টজনরা বলেন, একজন নারী যেভাবে ভালোবাসতে পারে ঠিক সেভাবেই সে সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে। নারীরাই নতুন প্রাণের জন্ম দেন। নারীরা সমাজ গড়ার অন্যতম কারিগর তাই নারীদের সম্মানে তাদের শ্রদ্ধায় নারী দিবস কেবলই তাদের অনুধাবন করার দিন।
এবছর নারী দিবস উপলক্ষে শিক্ষক, ডাক্তার, আইনজীবী, সাংবাদিকসহ নানা পেশার নারীদের সম্মাননা দেয়া হয়।
মন্তব্য করুন