ঢাকা-সিলেটসহ বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাঈয়্যা্ৎ কবীর।
তিনি বলেন, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভূমিকম্প জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মনিপুরের রাজধানী ইম্ফলের কাছাকাছি ইয়ারিপক এলাকা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। ইয়ারিপক থেকে ৪৪ কিলোমিটার পূর্বে হওয়া এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
ইউএসজিএস আরও বলছে, মণিপুরসহ ভারতের বেশকয়েকটি স্থানেও এটি অনুভূত হয়েছে। এ ছাড়া বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেটসহ বেশ কয়েকটি স্থানে এর কম্পন টের পাওয়া গেছে।
মন্তব্য করুন