কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০১:১১ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার পুলিশ লাইনে গোপন বন্দিশালার সন্ধান

গুম সংক্রান্ত তদন্ত কমিশন
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে বন্দিশালা নিয়ে সংবাদ সম্মেলন করেন কমিশনের সদস্য নূর খান। ছবি : কালবেলা

পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়ার তথ্য জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বগুড়া পুলিশ লাইনে এ বন্দিশালা পাওয়া গেছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দিদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান।

মঙ্গলবার (০৪ মার্চ) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নূর খান বলেন, পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল। যেটি একেবারেই এবসার্ট একটা ব্যাপার। সেটি আমরা বগুড়ায় পেয়েছি। আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরও পাব।

এসব বন্দিশালা গত ১৫ বছরে করা হয়েছে কিনা জানতে চাইলে নূর খান বলেন, এগুলো গত ১৫ বছরের মধ্যেই বানানো হয়েছে। সম্ভবত গত ১০-১২ বছরের মতো। এখানে বিভিন্ন জেলা থেকে বন্দিদের এনে রাখা হতো, জিজ্ঞাসাবাদ এর নামে নির্যাতন করা হতো এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে।

একই সম্মেলনে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানান, ঘুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির অবস্থান বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান রয়েছে।

দেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি ভারতের কারাগারে আছে কিনা তা অনুসন্ধান করে দেখবে গুম সংক্রান্ত কমিশন। ইতিমধ্যে ভারতের কারাগারে থাকা বাংলাদেশি বন্দিদের তালিকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত এক হাজার ৬৭ জনের বন্দির তালিকা দিয়েছে। সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা তা মিলিয়ে দেখছে কমিশন।

বিচারপতি (অব.) মইনুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কারাগারে বন্দি বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। ভারত এক হাজার ৬৭ জনের একটি তালিকা দিয়েছে, সেটি গুম সংক্রান্ত কমিশন মিলিয়ে দেখছে, সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। এই তালিকা ভারত আরও দেবে।

এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ‘বিশেষ’ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান ‘আয়নাঘর’ নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার পতন বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসল : সালাম আজাদ

মোহাম্মদপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ শয়ন গ্রেপ্তার 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক আসনের বিপরীতে লড়বে ৬৪ জন

হত্যা মামলায় আ.লীগ নেতা গোলাম মর্তুজা গ্রেপ্তার

নরসিংদীতে ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা, ভোগান্তি চরমে

মেহেরপুরে ইসলামী ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি

পতেঙ্গায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় সবাই গ্রেপ্তার 

হুমকির পর কিশোরের লাশ মিলল মাতামুহুরি নদীতে

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে সোনারগাঁয়ের তুহিন

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০

১০

হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন

১১

আদালতে সাদিক এগ্রোর ইমরান, কারাগারে আটক রাখার আবেদন

১২

শিবিরের আয়ের উৎস কোথায়, জানালেন ঢাবি শিবির সভাপতি

১৩

বার্সায় ফেরার জন্য নেইমারকে পূরণ করতে হবে কঠিন শর্ত

১৪

৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের আব্দুর রহমান 

১৫

‘ভারতে আটক বাংলাদেশিদের নাম-ঠিকানাসহ তালিকা পাওয়া গেছে’

১৬

এখনো নিখোঁজ ৩৩০, বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ : গুম কমিশন

১৭

চার মাসের বেতন পাননি সাকিব!

১৮

সীমান্তে বায়রাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এএনআইয়ের প্রতিবেদন

১৯

এভাবে দেশ চলে না : ডা. জাহিদ

২০
X