মীর শাহে আলমকে সভাপতি এবং মইনুদ্দিন মাসুদকে সাধারণ সম্পাদক করে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের আট সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সাবেক সভাপতি জসিম উদ্দিন মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। সভায় বিভিন্ন জেলা থেকে আগত মিল মালিকদের সিদ্ধান্তক্রমে সংগঠনের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী তিন বছরের জন্য নতুন এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের দুই সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির উপদেষ্টারা হয়েছেন জসিম উদ্দিন মৃধা এবং মোহাম্মদ সোহাগ। ৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ওয়াজেদ আলী বাবুল, সহ-সভাপতি হাজী আব্দুল রাজ্জাক ও শাহাদাত হোসেন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আলী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন এবং কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন মানিক।
সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে বিভিন্ন জেলা থেকে মিল মালিকদের নিয়ে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
মন্তব্য করুন