আগামী সাত দিনের ভিতরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অপসারণ ও গ্রেপ্তার, বঙ্গবন্ধু পরিষদের নামে গত ১৭ বছরে লুটপাটকৃত টাকা সরকারি কোষাগারে সংযুক্ত করার দাবি জানানো হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
কর্মসূচিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরউল্লাহ কাজল (বর্তমান ময়মনসিংহে কর্মরত), নিরোধ শিক্ষা প্রদান কার্যালয়ের উপপরিদর্শক রবিউল ইসলাম, ঢাকা দক্ষিণের মানজুরুল ইসলাম উপপরিদর্শক, সরকার সহকারী পরিচালক পিরোজপুর জেলা মোহাম্মদ বাবুল, টাঙ্গাইল জেলা উপপরিদর্শক জিয়াউর রহমান সহকারী, ঢাকা মেট্রো দক্ষিণ কোতোয়ালি সার্কেলের পরিদর্শক মো. শাহজালালের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।
সংগঠনের সভাপতি সেলিম নিজামী বলেন, বিগত সরকারের আমলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বিএনপি-জামায়াত তকমা দিয়ে কোনো কাজ করতে দেওয়া হয়নি। এমনকি নিবন্ধন থেকেও বঞ্চিত রাখা হয়। যা ছিল বৈষম্য ও মানবাধিকারের লঙ্ঘন।
বক্তারা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিগত স্বৈরাচার সরকারের সময়ে বঙ্গবন্ধু পরিষদের নামে কোটি কোটি টাকা।
এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শামসুদ্দোহা জুয়েল, সাধারণ সম্পাদক বিমল সরকার, সহসাধারণ সম্পাদক এম এ সাইদ, সহসাংগঠনিক সম্পাদক আজম ইকবাল, ধর্ম সম্পাদক ফিরোজ আলম, শাহজাহান হাওলাদার, আলাউদ্দিন, খালেদ মাসুদ, শাহিনুর ইসলাম, আসলাম হাওলাদার প্রমুখ।
মন্তব্য করুন