কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদের দল থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ ও রাফে

ছাত্রদের দল থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ ও রাফে
রাফে সালমান রিফাত ও আলী আহসান জুনায়েদ। ছবি : সংগৃহীত

আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তারা।

আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত বর্তমানে চীন সফরে রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। তাদের চীন সফর নিয়েও আপত্তি উঠে নাগরিক কমিটিতে। গত সোমবার এ বিষয়ে একটি বিবৃতি দেয় সংগঠনটি।

আলী জুনায়েদের সঙ্গে নাগরিক কমিটির নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে। তার অনুসারীরা তাকে এ পদে দাবি করলেও আরেকটি অংশ নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে চান। এ নিয়ে টানাপোড়েন চলে নাগরিক কমিটিতে।

আলী আহসান জুনায়েদ তার ফেসবুক পোস্টে বলেন,

আগামী ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যেই নতুন রাজনৈতিক দলটি আসছে, সেখানে আমি থাকছি না। সে কথা আমি আরও সপ্তাহখানেক আগেই জানিয়েছি দলের নেতাদেরকে। বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের ওপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম। কিন্তু, চারপাশের গুঞ্জন থামছে না। তাই, স্পষ্ট করে রাখছি।

জুনায়েদ লিখেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দল দেশের স্বার্থেই প্রয়োজন। নতুন এই রাজনৈতিক দলের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সততা ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হোক এই দল। দুর্নীতির সকল সুযোগ বন্ধ করে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি চালু হোক এই দলে।

তিনি বলেন, বারবার বলার পরও যদিও হয়নি, তবুও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার যথাযথ অনুসরণ ও ইনক্লুসিভনেস এই দলের বৈশিষ্ট হোক। দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার পরও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক এই প্রত্যাশাই করি। আশা করি, অভ্যুত্থানের সময়ে আমাদের মধ্যে যেই ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিল, নতুন রাজনৈতিক পথচলায়ও আমাদের পারস্পরিক এই সম্পর্ক ও শ্রদ্ধাবোধ অপরিবর্তিত থাকবে। নতুন দল, নাহিদ ইসলাম এবং নব নেতৃত্বের জন্য শুভকামনা রইল।

এদিকে জুনায়েদের ফেসবুক পোস্ট শেয়ার করে রাফে সালমান রিফাত লিখেছেন, ২৮ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না। তবে, আমার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার যে জোয়ার তৈরি হয়েছিল তাতে শর্ট টার্মে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত। কিন্তু, একই সাথে এটাও মনে রাখি যে, রাজনীতি একটা লম্বা রেইস। ধৈর্য নিয়ে লম্বা সময়ের জন্যই আমাদেরকে এই রেইসে টিকে থাকতে হবে। আমরা নতুন সেই বাংলাদেশের প্রত্যাশি, যেটা হবে সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক, ইনক্লুসিভ, বৈষম্যহীন এবং আধিপত্য মুক্ত। ঐক্যবদ্ধতা ও মধ্যমপন্থাই হবে আমাদের শক্তি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা জান দিয়ে লড়ব। নতুন দলের জন্য দোয়া এবং শুভকামনা রইল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আন্দোলনে আহতদের অবস্থান

রামপুরা-মালিবাগ রুটে যানজট নিরসনে যে নির্দেশনা দিল ডিএমপি

আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালনে অস্বীকৃতি, পাকিস্তানে শতাধিক পুলিশ সদস্যকে বরখাস্ত

যে কারণে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত মুশফিক 

ঢাবির ক্যান্টিগুলোতে মনিটরিং সেল গঠনের আবেদন

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

হল ছাড়‌ছেন কুয়েট শিক্ষার্থীরা

প্রথম রমজান থেকে ভেজালবিরোধী অভিযান : শিল্প উপদেষ্টা

১০

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৫ জনকে ফেরত দিল বিএসএফ

১১

এমি মার্তিনেজের চোটে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার ছায়া

১২

ধর্ম অবমাননার অভিযোগে রাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

১৩

আদালতে মেজাজ হারিয়ে ফেললেন হাজী সেলিম

১৪

প্রযোজক আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

১৬

রোনালদোর গোল মাইলফলক, আল-নাসরের জয়ে উজ্জীবিত বার্তা

১৭

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে একই পরিবারের ১২ জনকে অচেতন

১৮

‘জয় বাংলা’ ক্লাবের সভাপতি হলেন সাভার বৈষম্যবিরোধীর যুগ্ম আহ্বায়ক

১৯

স্প্যানিশ কোপা দেল রে / অ্যাথলেটিকোর জোড়া গোলের ঝড়ে বার্সার স্বপ্নভঙ্গ

২০
X