বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আবরার হত্যা মামলার আসামিসহ ৫৩ ফাঁসির আসামির খোঁজ নেই

আবরার ফাহাদ। ছবি : সংগৃহীত
আবরার ফাহাদ। ছবি : সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫৩ জন ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ ১৫১ জন আসামির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। গত বছরের ৫ আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর কারা বিদ্রোহ করে, তারা পালিয়ে গিয়েছিল।

পালিয়ে বেড়ানো এসব আসামির মধ্যে বুয়েটের বহুল আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিও আছে। এ কারণেই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে থেকে মোট ২০২ জন আসামি পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল ৮৮ জন।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বলেছেন, ‘ওই সময়ে যারা পালিয়ে গিয়েছিল, তাদের মধ্যে ৫১ জনকে আমরা ফেরত পেয়েছি। এর মধ্যে ৩৫ জন বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।’

তবে এখনো যারা পালিয়ে আছে, তাদের মধ্যে আবরার ফাহাদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি ছাড়া আলোচিত আর কোনো মামলার আসামি নেই বলে দাবি করেছেন কর্মকর্তারা।

গত সোমবার মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার খবর গণমাধ্যমে আসার পর রাতে বুয়েটে প্রতিবাদ বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। রাতেই তারা সংবাদ সম্মেলনে পালিয়ে যাওয়া আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।

২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। তখন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় বুয়েটসহ সারা দেশে তুমুল অসন্তোষ তৈরি হয়েছিল।

ওই ঘটনায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।

বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসির আল জেমিসহ আদালতে দণ্ডপ্রাপ্ত সবাই বর্তমান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের সময় যে কয়েকটি ঘটনায় দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ তীব্র সমালোচনার মুখে পড়েছিল আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকে।

আবরার খুনের আসামি পালানোর খবর কীভাবে জানা গেল

আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর শুনানি সোমবার শেষ হয়েছে। এখন রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন হাইকোর্ট। এর মধ্যেই সোমবার ওই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামির কারাগার থেকে পালানোর খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যার জেরে রাতে বুয়েটে বিক্ষোভে নামেন একদল শিক্ষার্থী।

শেখ হাসিনার সরকারের পতনের পরদিন গত ৬ আগস্ট ওই আসামি জেল থেকে পালিয়েছে বলে সোমবার জানিয়েছেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ এবং ওই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন।

আবরারের বাবা বলেন, ‘সোমবার শুনানির শেষ পর্যায়ে বিচারপতি জানতে চান, কোন কোন আসামির পক্ষে কোন কোন আইনজীবী আছেন? তখন সেখানেই জানানো হয় যে কাশিমপুর কারাগার থেকে মুনতাসির আল জেমি পালিয়েছে।’

তিনি আরও জানান, গত ৬ আগস্ট ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালালেও সোমবারই প্রথম তিনি তা জানতে পারেন আদালতে মামলার শুনানির সময়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জসীমউদ্দিন জানিয়েছেন, জেমির সঙ্গে জেলে থাকা আরেক আসামির মাধ্যমেই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে গত আগস্টে পালিয়েছেন তিনি। এই আইনজীবী বলেন, ‘একই সময় আসামিপক্ষের আইনজীবী ও কারা কর্তৃপক্ষের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় এ নিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে আবরার ফাহাদের ছোট ভাই বুয়েটের ছাত্র আবরার ফাইয়াজ লেখেন, ‘আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজ, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন। ফাঁসির আসামির তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কীভাবে!’

কারাগার থেকে কীভাবে পালালেন জেমি

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানিয়েছেন, ওই কারাগার থেকে যে ২০২ জন পালিয়েছিল, তাদের মধ্যে ৮৮ জন ফাঁসির আসামির পাশাপাশি ১১ জন ছিল বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। আর বাকি ১০৩ জন বিভিন্ন মামলায় বিচারাধীন ছিল।

কারা কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ওই কারাগার কমপ্লেক্সের ভেতরে মোট চারটি কারাগার আছে, যার একটি নারী আসামিদের জন্য। এর মধ্যে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি, জঙ্গি, ফাঁসি ও যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিদের পাশাপাশি কিছু রাজনৈতিক মামলার আসামিদেরও রাখা হয়।

আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট এই হাই সিকিউরিটি কারাগারের কারারক্ষীদের জিম্মি করে একদল কয়েদি তাদের মুক্তি দাবি করে। তখন কারাগারের নিরাপত্তায় সেনাসদস্যরাও নিয়োজিত ছিলেন। তারাও বন্দিদের নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে বিদ্রোহী বন্দিরা একটি দেয়াল ভেঙে ফেলে এবং মই ব্যবহার করে দেয়ালের ভাঙা অংশ দিয়ে বেরিয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা গুলি করে। পরে হেলিকপ্টারে করে আরও সেনাসদস্য সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন। ওই ঘটনার সময় গুলিতে হলি আর্টিজান হত্যাকাণ্ডের মামলার দুজন আসামিসহ মোট ছয় জন নিহত হয়।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে। মামলায় বলা হয়েছে, ‘কারাগারের দেয়াল ভেঙে ও বিদ্যুতের পোল উপড়ে ফেলে মই বানিয়ে কারাগারের দেয়াল টপকে ২০৩ জন পালিয়ে যায়।’ যদিও এখন কারা কর্তৃপক্ষ বলছে এই সংখ্যা ২০২।

ওই দিনের এ ঘটনায় যারা পালিয়েছিলেন, তাদেরই একজন হলেন আবরার ফাহাদ হত্যা মামলার আসামি মুনতাসির আল জেমি।

জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বলছেন, ‘এখনো যারা পালিয়ে আছে, তাদের ধরতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে।’

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে এবং ওই সরকারের পতনের আগে পরে সারা দেশে অন্তত ১৭টি কারাগারে হামলা ও বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনা ঘটেছিল। তখন আটটি কারাগার ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছিল কারা কর্তৃপক্ষ।

এ ছাড়া তখন কাশিমপুর ও নরসিংদী কারাগারসহ পাঁচটি কারাগার থেকে বন্দিদের পালানোর ঘটনা ঘটেছিল।

১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার ঘটনার পর সেখানে থাকা সব বন্দির পালানো ও অস্ত্র লুটের ঘটনা তখন ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।

ওই ঘটনার পর গত বছরের ১৭ সেপ্টেম্বর কারা অধিদপ্তরে এক মতবিনিময় সভায় কারা মহাপরিদর্শক জানিয়েছিলেন যে কারাগার থেকে তখন জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৮ জন পালিয়ে গিয়েছিল। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিল ৯ জন।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে যুবককে গুলি করে ছিনতাই

যাত্রাবাড়ীতে বাসার সামনেই যুবককে কুপিয়ে হত্যা

অপারেশন ডেভিল হান্টে আ.লীগ নেতা তৌহিদ গ্রেপ্তার

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার মৃত্যু, প্রেমিক আটক

আসছে নতুন ছাত্র সংগঠন, আত্মপ্রকাশ বুধবার

শিক্ষাসফরের চার বাসে ডাকাতি

জজ হওয়া হলো না আনিকা শাহির

‘হল খালির’ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

কয়েকটা ব্যাংক টিকিয়ে রাখা সম্ভব নয় : গভর্নর

১০

তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নেবেন : বুলু

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আইইউবির শিক্ষার্থী আহত

১২

সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন আশাশুনির মামুন 

১৩

কুবিতে ৪ নারী শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ

১৪

বান্দরবানে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু

১৫

ঝিনাইদহে ট্রিপল মার্ডার মামলায় আটক ২

১৬

শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে দুই কম্পিউটার অপারেটর বহিষ্কার

১৭

হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল : এবি পার্টি

১৮

গাজীপুরে জমি দখলে এসে ভাঙচুর ও মারধর, আহত ৫

১৯

আধুনিক বিজ্ঞানের বিস্ময় ‘কাবা’র ভৌগোলিক অবস্থান!

২০
X