সরকার ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ বাহিনীর ১০৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দেওয়া বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) এবং পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) প্রত্যাহার করেছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক প্যারেডে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। সরকার ১৯৭৬ সাল থেকে রাষ্ট্রীয় এ দুটি পদক দিচ্ছে। পাশাপাশি সরকার ১৯৯৯ সাল থেকে পুলিশ সদস্যদের সৃজনশীল উদ্ভাবনীমূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, তদন্তসংশ্লিষ্ট কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, সততা, কর্তব্যনিষ্ঠা এবং দাপ্তরিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশংসনীয় অবদানের জন্য বিপিএম সেবা ও পিপিএম সেবা পদক দিচ্ছে। পুলিশ সদস্যদের কাছে এসব পদক খুব সম্মানজনক ও মর্যাদার বলে বিবেচিত।
দেশের ইতিহাসে ১০৩ জন পুলিশের পদক প্রত্যাহার নজিরবিহীন। কারণ, এর আগে কখনো বাংলাদেশ পুলিশ বাহিনীতে একসঙ্গে এতজনের বিপিএম-পিপিএম পদক প্রত্যাহারের ঘটনা ঘটেনি।
যাদের পদক প্রত্যাহার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, নিবাস চন্দ্ৰ মাঝি, মো. কামরুল আহসান, খন্দকার গোলাম ফারুক, মো. শফিকুল ইসলাম, দেবদাস ভট্টাচার্য, মো. দিদার আহম্মদ, এম খুরশীদ হোসেন, মোঃ আছাদুজ্জামান মিয়া, মোশারফ হোসেন, গোলাম কিবরিয়া, ওয়াই এম বেলালুর রহমান, মো. মাহাবুবর রহমান, একেএম হাফিজ আক্তার, সরদার রকিবুল ইসলাম, বেনজীর আহমেদ, জামিল আহমদ, মো. মোজাম্মেল হক, চৌধুরী মঞ্জুরুল কবির, মো. আনোয়ার হোসেন, মো. মনিরুজ্জামান, হাবিবুর রহমান, মোহা. আবদুল আলীম মাহমুদ, এবিএম মাসুদ হোসেন, মো. সাজ্জাদুর রহমান, মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিউর রহমান, মো. বরকতুল্লাহ খান, জিহাদুল কবির, মঈনুল হক, মো. ইলিয়াছ শরীফ, নুরে আলম মিনা, মো. আনোয়ার হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, টুটুল চক্রবর্তী, মো. সাইফুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, মোহাম্মদ হারুন অর রশীদ, শেখ রফিকুল ইসলাম, জয়দেব চৌধুরী, মো. দেলোয়ার হোসেন, আবদুল মান্নান মিয়া, মো. মাশরুকুর রহমান খালেদ, সঞ্জিত কুমার রায়, মো. শহিদুল্লাহ, মো. আলী আশরাফ ভুঞা, এসএম শফিউল্লাহ, মো. ইকবাল হোসেন, টিএম মোজাহিদুল ইসলাম, মো. জাকির হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মাহবুবুর রহমানসহ অন্যরা।
মন্তব্য করুন