কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্ত নিয়ে বৈঠকে একমত হলো না বিজিবি-বিএসএফ

ডয়চে ভেলের প্রতিবেদন
বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ। ছবি : সংগৃহীত

দিল্লিতে ৫৫তম ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনীর বৈঠক বসেছিল। চার দিন ধরে এই বৈঠক চলে। কিন্তু যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক আছে, দুপক্ষই এর সমাধানসূত্রে পৌঁছাতে পারেনি বৈঠকে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতার লাগানো নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। ভারত প্রশ্ন তুলেছে অনুপ্রবেশ ও পাচার নিয়ে।

দিল্লিতে এই বৈঠক করতে এসেছিলেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। তার সঙ্গে বৈঠক করেছেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।

বৈঠক শেষে দুই বাহিনীর প্রধান জানিয়েছেন, আলোচনায় বহু বিষয় উঠে এসেছে। দুই দেশই বিষয়গুলো নিয়ে আরও আলোচনার রাস্তা খোলা রেখেছে। সব মিলিয়ে বৈঠক সন্তোষজনক হয়েছে।

তবে জানা গেছে, এই বৈঠকে কোনো দেশই চলতি সীমান্ত বিতর্কের সমাধানসূত্রে পৌঁছাতে পারেনি।

বৈঠকে ভারত অনুপ্রবেশের ওপর গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে, এই অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অস্ত্রসহ একাধিক জিনিস পাচারের অভিযোগও উঠেছে।

অন্যদিকে বাংলাদেশ আলোচনায় তুলে এনেছে সীমান্তে কাঁটাতার লাগানোর প্রসঙ্গ। অভিযোগ, কোনো কোনো জায়গায় ভারত আন্তর্জাতিক সীমান্ত পিলারের ১৫০ গজের ভেতর কাঁটাতার নির্মাণ করছে। যা আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী।

সম্প্রতি মালদার কাছে সবদলপুর গ্রামে এমনই কাঁটাতার লাগানো নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে রীতিমতো বচসা হয়। কার্যত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। দিল্লির বৈঠকে সে কথা উত্থাপন করেছে বাংলাদেশ।

বিজিবি মহাপরিচালক জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো কিছু নির্মাণ করতে হলে আলোচনা প্রয়োজন। অন্য দেশকে সে বিষয়ে জানানো দরকার। কেন ওই নির্মাণ জরুরি, তা বলতে হবে। দুই দেশ রাজি হলে তবেই এই ধরনের নির্মাণ করা সম্ভব।

অন্যদিকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমন্ত সুরক্ষার জন্য সিঙ্গেল লাইন ফেন্স বা আধুনিক কাঁটাতার লাগানো জরুরি। সীমান্তের সুরক্ষার জন্য যৌথ বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। বাংলাদেশের দিক থেকে বিএসএফ এবং ভারতের নাগরিকদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পাশাপাশি ইন্ডিয়ান ইনসারজেন্ট গ্রুপের (আইআইজি) বিরুদ্ধে বিজিবিকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অভিযোগ, এই ধরনের গ্রুপ ভারতে জঙ্গি হামলা চালানোর ছক কষছে। সীমান্তে যৌথ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়েছে।

সীমান্তে কাঁটাতার ছাড়াও আগরতলা সীমান্তে খালে জল পরিশোধন প্লান্ট বসানোর প্রস্তাব দিয়েছে বিজিবি। সীমান্তবর্তী নদীর জলবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারত সীমান্তে সশস্ত্র দুষ্কৃতকারীদের আনাগোনা নিয়েও প্রশ্ন তুলেছে বিজিবি।

দিল্লিতে চার দিনের সম্মেলন শেষে দুই দেশের মহাপরিচালক যৌথ সাংবাদিক বৈঠক করেছেন। সেখানে আলোচ্য বিষয়গুলো নিয়ে সহমতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

তবে যে গুরুত্বপূর্ণ বিতর্কগুলো এবারের বৈঠকে আলোচিত হয়েছে, তার কোনো স্থায়ী সমাধানসূত্র মেলেনি বলেই সূত্র জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে জনতার হাতে ভুয়া পুলিশ সদস্য আটক

হবিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০ 

ধেয়ে আসছে গ্রহাণু, ধ্বংস হয়ে যেতে পারে ঢাকাও!

আজহারির মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

 শিক্ষার্থীদের অস্ত্র চালানো শেখাচ্ছে পোল্যান্ড

গঠন হচ্ছে নতুন ছাত্রসংগঠন, আত্মপ্রকাশ আজ

ছাত্রলীগ নেতা মিস্টার গ্রেপ্তার

চীনের বিরল সামরিক মহড়া

১০

জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

১১

২২ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

আসছে বজ্রবৃষ্টি, পড়তে পারে শিলা

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

২২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৫

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫

১৬

বান্দরবানে অপহরণ চক্রের চার সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৭

বগুড়ায় এএসআইয়ের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ

১৮

বদলি আদেশ প্রত্যাহার দাবিতে ব্যাংকের ভেতর অবস্থান কর্মকর্তার

১৯

টঙ্গীতে সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে অবরোধ

২০
X