গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) এমআরটি লাইন ১-এর পাইপলাইন স্থানান্তরের জন্য বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশের কয়েকটি অঞ্চলে ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে জানানো হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীন এমআরটি লাইন-১-এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) অ্যালাইনমেন্ট হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা নদ্দা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মন্তব্য করুন