কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তালিকা থেকে বাদ ১৬ লাখ মৃত ভোটার

গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তথ্য সংগ্রহ করে ইসি। ছবি : সংগৃহীত
গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তথ্য সংগ্রহ করে ইসি। ছবি : সংগৃহীত

ভোটার তালিকার চলমান হালনাগাদ কার্যক্রমে ১৬ লাখেরও বেশি মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া তালিকায় যোগ করতে নেওয়া হয়েছে সাড়ে ৫৩ লাখ নাগরিকের তথ্য।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সই করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত মোট ৫৩ লাখ ৫৫ হাজার ৩৩৮ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ১৪ লাখ ৪১ হাজার ২২০ জন। এ ছাড়া মারা যাওয়ায় ১৬ লাখ ২৭ হাজার ৬৮৬ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এই সময়ে মধ্যে যারা বাদ পড়েছেন, তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। এর আগে গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ইসি।

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে ইসি।

ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হওয়ার জন্য কিছু কাগজপত্র তথ্য সংগ্রহকারীদের দিতে হয়। এর মধ্যে রয়েছে ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি, জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি, নিকটাত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি)।

এ ছাড়া রয়েছে এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণি পাসের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদের ফটোকপি)।

ভোটার হওয়ার সময় কিছু বিষয়ে সতর্ক থাকতে বলেছে ইসি। যেমন নিজের নাম, পিতা-মাতার নাম, জন্মনিবন্ধন বা শিক্ষা সনদের সঙ্গে হুবহু মিলিয়ে লিখতে হবে; জন্মতারিখ অবশ্যই জন্মনিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে।

স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে; কোনো অবস্থাতেই দ্বৈত বা দুবার ভোটার হওয়া যাবে না।

এক সতর্কবার্তায় ইসি জানায়, একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনিয়া গান্ধী হাসপাতালে

ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের শহীদুলকে ছুরিকাঘাত

গাজার ধ্বংসস্তূপে মিলল আরও ২২ মরদেহ

২০ লাখে ‘শ্বশুর আব্বার টি-স্টল’

মেসির অটোগ্রাফ চাওয়ায় শাস্তির মুখে রেফারি

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

আওয়ামী সরকারের উৎখাতের কারণ জানা গেল জাতিসংঘের প্রতিবেদনে

তেল আবিবে ৩ বাসে বিস্ফোরণ, ইসরায়েলজুড়ে আতঙ্ক

মিসরে আরেক ফারাউ সম্রাটের সমাধি আবিষ্কার

চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

১০

চোট নিয়েও হৃদয়ের বীরত্ব, না পারার আক্ষেপ!

১১

অশ্লীল নাচের দৃশ্য নিয়েই ওটিটিতে উর্বশীর ‘ডাকু মহারাজ’

১২

ভাষাশহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

১৩

খুবিতে জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের রিপোর্টের ওপর আলোচনাসভা

১৪

বিরল দিনে শুরু হচ্ছে এবারের রোজা

১৫

ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে একুশের চেতনা : রিজভী

১৬

হারিয়ে যাচ্ছে গাইবান্ধার ওড়াও জাতিগোষ্ঠীর ভাষা

১৭

ভাষা শহীদদের কবর জিয়ারত ঢাবি ছাত্রশিবিরের

১৮

তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার নিশ্চিতে সরকার কাজ করছে : প্রধান উপদেষ্টা

১৯

যেসব অভ্যাসে কমতে পারে আপনার স্মৃতিশক্তি

২০
X