‘উন্নয়ন ও বিশ্বায়ন: দৃশ্যপট আন্তর্জাতিক ও বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বনানীতে পিআরআই কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বইটি লিখেছেন রিজওয়ানুল হক এবং প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। বইটির মূল্য ধরা হয়েছে ৫শ টাকা। এটি রকমারি অনলাইন ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে।
১৮৬ পৃষ্ঠার বইটিতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন, উচ্চ মূল্যস্ফীতি এবং দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। বইটির পরিপ্রেক্ষিত বৈশ্বিক এবং আলোচনা ও বিশ্লেষণের পরিসরও আন্তর্জাতিক। তবে এতে বাংলাদেশের বাস্তবতা বিশেষ গুরুত্ব পেয়েছে।
বিভিন্ন দেশে প্রবৃদ্ধি সত্ত্বেও দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় থেকে যাচ্ছে অনিশ্চয়তা। বিশ্বায়ন নিয়ে অসন্তোষ দীর্ঘকালের। সুতরাং এ সময়ের পরিপ্রেক্ষিতে উন্নয়নের চ্যালেঞ্জগুলোকে নতুনভাবে দেখার এবং পুনর্বিবেচনার সময় এসেছে বলে মনে করছেন লেখক।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক বলেন, মুদ্রানীতি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। তেমনি গতানুগতিক প্রবৃদ্ধি কোনো দেশকে টেকসই উন্নয়নে রাখে না।
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ খাদের কিনারা থেকে ফিরে এসেছে। জীবনধারণের জন্য মানুষ যাতে কষ্ট না পায়, সরকার সে ব্যবস্থা করেছে। তিনি আশ্বস্ত করে বলেন, আমাদের ভাত-ডালের অভাব হবে না।
মন্তব্য করুন