শীত প্রকৃতি থেকে বিদায় নিয়েছে, এসেছে বসন্ত। তবে শীতের বৈশিষ্ট্য এখনো প্রকৃতিতে বিরাজমান। সকালে হিম হাওয়ার সঙ্গে রাজধানী ঢেকে আছে কুয়াশাতে। অনুভূত হচ্ছে হালকা শীতের ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আরও জানায়, আগামী ৫ দিনে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
মন্তব্য করুন