কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৮ এএম
অনলাইন সংস্করণ

নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে : উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে এ তথ্য জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে। এই সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেব।

তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগেই কিছু মিডিয়া দলে যোগদানের বিষয়ে খবর ছাপিয়েছে। আমার মনে হয়েছে কাজটি ঠিক হয়নি। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসার আগে অনুমানভিত্তিক নিউজ করা ঠিক না।

এ সময় উপদেষ্টা বলেন, ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তার মধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং। আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ ছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়ে কথা হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠনের। শিগগিরই এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের লোকজন অংশ নিয়েছে, এখনো আছে। উদাহারণস্বরূপ হিসেবে যদি বলি, এই প্ল্যাটফর্মে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি, বাম ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা ছিল; এখনো আছে। আমরা মনে করছি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দুটি অঙ্গীকার হচ্ছে, ফ্যাস্টিস্ট ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই দুটি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে।

আবু বাকের মজুমদার বলেন, একইসঙ্গে এখনকার সাধারণ শিক্ষার্থীসহ যারা একটি মতাদর্শ অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারীদের যারা আরও সফিস্টিকেটেড ভিশনারি পলিটিকস করতে চায় তারা মূলত এ ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে।

কবে নাগাদ সংগঠনটি আত্মপ্রকাশ হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো তারিখ ও নাম চূড়ান্ত হয়নি। জনমত জরিপ ও কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক ছাত্রসংগঠনের নাম প্রকাশ করা হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাওয়া হবে। গণতান্ত্রিক উপায়ে সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত নিয়ে বৈঠকে একমত হলো না বিজিবি-বিএসএফ

নগদ অর্থ উত্তোলন ও পরিবহনে ‘মানি এসকর্ট’ সেবা দেবে ডিএমপি

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

সড়ক দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি

প্রিন্স অব কলকাতার চরিত্রে রাজকুমার

নরসিংদীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাধারণ শিক্ষার্থীরা শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত-সন্ত্রস্ত : ছাত্রদল

নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিটি ব্যাংকে নিয়োগ, নেই কোনো বয়সসীমা

সেই সানজিদার প্রশংসা করলেন জামায়াত আমির

১০

ভাষাশহীদ সালাম নগরে সর্বস্তরের মানুষের ঢল

১১

ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীর স্মরণে বইমেলা

১২

এখনো মাথায় ৯টি গুলি বয়ে বেড়াচ্ছেন আলাউদ্দিন

১৩

বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

১৪

ভোটকেন্দ্র নির্মাণের টাকা ‘প্রধান শিক্ষকের পকেটে’

১৫

জনগণের পক্ষের রাজনীতিবিদ কখনো পালায় না : রিজভী

১৬

৭৩ বছরেও নির্মাণ হয়নি স্থায়ী শহীদ মিনার

১৭

বান্দরবানে অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য আটক

১৮

সুরে, শ্রদ্ধায়, একুশের চেতনায়

১৯

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরির সুযোগ

২০
X