বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এম জে এইচ মঞ্জু এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন আতিক শাহরিয়া।
গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোট দেন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৫ কাউন্সিলর।
এদিন রাতে ১২৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
আহ্বায়ক এম জে এইচ মঞ্জু ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী এবং সদস্য সচিব আতিক শাহরিয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
মন্তব্য করুন