জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) প্রতিবেদনের অভিমতের আলোকে তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গত আগস্ট থেকে বাংলাদেশে সংঘটিত সব সাম্প্রদায়িক সহিংসতা এবং এ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে গত বছরের আগস্টের শুরু থেকে পরবর্তী সময়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আহমদীয়া মুসলিম এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে হত্যা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ এবং মাজার, মন্দিরসহ ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনার তথ্যের উল্লেখ থাকলেও সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত চিত্রের অনুপস্থিতি রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ দীর্ঘ সময় ধরে বিচারহীনতা ও প্রতিশোধের চক্রের মধ্যে রয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শুরু থেকে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আহমদীয়া মুসলিম এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে, তাদের অনেকে দৃশ্যমান দায়মুক্তি পাচ্ছে। এ ঘটনায় প্রকাশিত প্রতিবেদনের উদ্বেগকে ‘যথার্থ’ বলে মনে করে ঐক্য পরিষদ।
মন্তব্য করুন