বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার বিভিন্ন গ্রেডে (উচ্চতর স্কেলসহ ৯ম-১২তম গ্রেড) সর্বমোট ৮২ ক্যাটাগরিতে ১ হাজার ৮২৫টি পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ প্রকাশ করা হয়।
এতে জানানো হয়, নিয়োগ বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট নির্দেশাবলি কর্ম কমিশনের Web address: www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এ Web address: http/bpsc.teletalk com.bd এ পাওয়া যাবে।
অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন ও ফি জমাদান ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় শুরু হবে এবং আবেদন করা যাবে ২০ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদনকারীরা আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
এতে আরও বলা হয়, ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমাদানের পর আবেদনপত্রে আর কোনো সংশোধন করার সুযোগ থাকবে না। অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখের পর Applicant's Copy (BPSC Form-5A) তে কোনো ধরনের তথ্য সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনকারী প্রাণীর বয়স সংশ্লিষ্ট পদের বিপরীতে বিজ্ঞপ্তির ০৮ নম্বর কলামে উল্লিখিত বয়সসীমার (০১.০২.২০২৫ তারিখ হতে) মধ্যে থাকতে হবে বলেও উল্লেখ করা হয়।
মন্তব্য করুন