কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নগদ প্রশাসকের ওপরে হামলার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

নগদ প্রশাসকের ওপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। ছবি : কালবেলা
নগদ প্রশাসকের ওপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। ছবি : কালবেলা

নগদের প্রশাসক বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদারের উপর হামলার ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক চত্ত্বরে এ কর্মসূচী পালন করা হয়।

এর আগে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক পরিচালক (নগদ প্রশাসক) বদিউজ্জামানের গাড়িতে হাতুড়ি হামলা চালায় দুর্বৃত্ত্বরা। নগদের বিরুদ্ধে ২হাজার ৩০০ কোটি টাকা পাচার, ভুয়া একাউন্ট খুলে হাজার কোটি টাকা লেনদেন, হুন্ডিতে জড়িত থাকার অনিয়ম উদঘাটন করেন নদগ প্রশাসন।

বৃহস্পতিবার ৩০ তলা ভবনের সামনে শতাধিক কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. সাহেদুল হাসান, অতিরিক্ত পরিচালক মো. রোকনুজ্জামান, শেখ আব্দুল কুদ্দুস, পরিচালক আনিসুর রহমান। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন।

বুধবার মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের গাড়িতে হাতুরি দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তার ড্রাইভার গুরুতর আহত হন। বুধবার বিকেলে বনানী ১২ নম্বর সড়কে তার ওপর হামলা হয়। হামলাকারীরা হাতুড়ি রড দিয়ে তার সদ্য কেনা গাড়িও ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নগদ প্রশাসকের ওপর হামলার ঘটনা ঘটেছে তবে তিনি তেমন আঘাতপ্রাপ্ত হননি। তার ড্রাইভার ইনজুরড হয়েছেন। আজকেই একটা নতুন গাড়ি কেনা হয়েছিল। সেই গাড়িতে হাতুরি-রড দিয়ে আঘাত করা হয়। নগদ প্রশাসকের সঙ্গে আমরা আছি এবং তাকে মামলা করার পরামর্শ দিয়েছি। তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম নগদে অভিযান পরিচালনা করে। তখন প্রাথমিকভাবে নগদের ১ হাজার ৭০০ কোটি টাকা পাচার ও ৬৪৫ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। দুদক টিম এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে বলে জানানো হয়।

গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন অনিয়মের কারণে গত ২১ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক নিয়োগ করা হয়। পাশাপাশি তাকে সহায়তার জন্য ব্যাংকের ছয় কর্মকর্তাকে নিযুক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০ 

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. ইউনুস, যা বললেন মুশফিকুল আনসারী

বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

স্বাস্থ্য পরামর্শ / চুলের চিকিৎসায় পিআরপি: সুবিধা ও সীমাবদ্ধতা

মগবাজার রেললাইনে বাস, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

সৌরজগত নিয়ে বিজ্ঞানবক্তা আসিফের বক্তৃতা শনিবার

শাহবাগে আটক ছাত্রলীগ নেতা সুমিত সাহা

গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার পদত্যাগ

১০

থানায় বসে ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

১১

সকালের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

বিএনপি নেতাকে হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা আটক

১৩

কুমিল্লায় জামায়াতের সম্মেলনে আ.লীগ নেতা

১৪

ফিলিস্তিনের পক্ষে অবস্থান মানেই আমেরিকার চোখে হুমকি

১৫

ইরানে ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস

১৬

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া আরেক বাংলাদেশি যুবক নিহত

১৭

জাফরুর নতুন সভাপতি  আরেফিন অডেন, সম্পাদক আকতারুল

১৮

আশুলিয়ায় সরকারি হাসপাতালের দাবিতে শ্রমজীবী মানুষের মানববন্ধন

১৯

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে বিএসএফকে দিল ভারতীয়রা

২০
X