আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সময় সাথে ছিলেন দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীরা।
আয়নাঘর পরিদর্শনের সময় তার সঙ্গে আরও ছিলেন- আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আয়নাঘরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখছেন প্রধান উপদেষ্টা
আয়নাঘরের যে চেয়ারে বসিয়ে রিমান্ডে নেওয়া হতো তা দেখলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জোরপূর্বক গুমের শিকার ব্রিগেডিয়ার (অব.) আব্দুল্লাহ আজমী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেখাচ্ছেন কিভাবে তাকে আয়ানাঘরে দীর্ঘদিন রাখা হয়েছিল
আয়নাঘর পরিদর্শনে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেখালেন কোথায় রাখা হয়েছিল তাকে
আন্দোলনের সময় যে টর্চার সেলে রাখা হয়েছিল তা শনাক্ত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম
মন্তব্য করুন