কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে ‘তামাশা’ বন্ধে ফেসবুকে পোস্ট, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : সংগৃহীত
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : সংগৃহীত

ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস উৎযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এরপর থেকেই উপদেষ্টার ফেসবুক পোস্ট ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে এই পোস্টের বিষয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এখানে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই। এটা ছিল আমার একটা আহ্বান। একটা শহীদ পরিবারের পক্ষ থেকে এই অনুরোধ আমাকে করা হয়েছিল এবং এটা আমি ফিল করি। আমি মন থেকে ফিল করি, ভ্যালেন্টাইন দিবস আমাদের দেশের সংস্কৃতি নয়। ভালোবাসা দিবস আপনি সারা বছর করতে পারেন। ভ্যালেন্টাইন দিবস নিয়ে আগে থেকেই অনেক সমালোচনা ছিল। এটা আমি স্ট্রংলি ফিল করি, এটা আমাদের সংস্কৃতি নয়।

তিনি বলেন, আমরা ফাল্গুন পালন করব, একুশে ফেব্রুয়ারি পালন করব। কিন্তু এ বছরটা যেহেতু একটা বিশেষ পরিস্থিতি এবং সে পরিস্থিতি আনন্দের নয়; এতগুলো শহীদ ও আহত মানুষের কথা আমরা কোনোক্ষণেই ভুলতে পারি না।

উপদেষ্টা আরও বলেন, এই দিনে অনেক কিছু অতিরিক্ত হয়। যেন তামাশা আকারে না করা হয়, তাই আমি আহ্বান জানিয়েছি।

উপদেষ্টা ফরিদা আখতারের ওই পোস্টে অনেকেই প্রতিক্রিয়ায় জানিয়েছেন। ওই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘কেউ যদি ভ্যালেন্টাইন ডে পালন করতে চায় আর সরকার বা যেকোনো গোষ্ঠী যদি তাতে বাধা দেয়, সেটাও তো ফ্যাসিবাদী আচরণ আপা।’

আরেকেজন লিখেছেন, ‘জন্ম, মৃত্যু, বিপ্লব, আহত-নিহত হওয়া, সংঘাত, শোক ও আনন্দ- সবই জীবনের অংশ। প্রতিদিনই কেউ না কেউ স্বজন হারাচ্ছে। সিরিয়া, প্যালেস্টাইন, ইউক্রেনে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এ দেশেও প্রতিদিন শোক করবার মতো ঘটনা ঘটছে। তাই বলে জগতে কেউ আনন্দ করবে না? সারা জীবন কাঁদতে থাকব? শোক ও উদ্‌যাপন পাশাপাশি চলতে পারে বলে মনে করি। যার শোক করবার সে শোক করুক। যার আনন্দ করবার সে আনন্দ করুক। চাপিয়ে দেওয়া কেন?’

একজন লিখেছেন, ‘ভালেন্টাইন দিবস তো কোনো জাতীয় দিবস না, এইটা ভালোবাসার প্রকাশে সারা বিশ্বের মানুষ ব্যক্তিগত বা সামাজিকভাবে উদ্‌যাপন করে। এই নিয়ে আমাদের ক্রিটিক থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত পরিসরে ভালোবাসার মতো বিষয়কে উদ্‌যাপনের উপরে রাষ্ট্রের হস্তক্ষেপের মরাল পুলিশিংয়ের বৈধতা থাকতে পারে না। এইটা তো জুলুম।’

এসব মন্তব্য নিয়ে উপদেষ্টা ফরিদা আখতার জানান, ‘এটা যারা করতে চায় (দিবস উদ্‌যাপন) তাদের প্রতিক্রিয়া নিয়ে আমি অবাক হয়েছি। আমি খুব অবাক হয়েছি যে মানুষ এত হীন চিন্তা করতে পারে। শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বললেও রিঅ্যাকশন হয়, এটা আমাদের ধারণার বাইরে। তাহলে এরা কি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের শ্রদ্ধা করতে চায় না, সেটাই তারা বলুক। এসব মন্তব্যের মাধ্যমে তারা জুলাই ও আগস্টের শহীদদের প্রতি অবমাননা করছে। আমি এখনো মনে করি, আমি যে কথা বলেছি, সেটার মধ্যে আমি আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

স্ত্রীসহ জাপার মুজিবুল হক চুন্নুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আয়নাঘর পরিদর্শন শেষে কী বললেন প্রধান উপদেষ্টা

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

দেশে এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়নি : সাজ্জাদুল মিরাজ 

আনসার‌ সদস্যদের যৌক্তিক দাবি মানা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অভাব অনুভব করবেন শান্ত

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান : জর্ডানের পর মিসরেরও দৃঢ় প্রতিক্রিয়া

জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা জানাল জাতিসংঘ

রাবি পিডিএফের সভাপতি ফয়সাল, সম্পাদক লতা

১০

যবিপ্রবির ভিজিটিং প্রফেসর হলেন বিশ্বসেরা পাঁচ বিজ্ঞানী

১১

হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ / অন্তর্বর্তী সরকার আইনি দলিল দ্বারা সমর্থিত 

১২

মৃত গরুর মাংস বিক্রি, একজনকে জেল-জরিমানা

১৩

ঢাবির তারুণ্যের উৎসবে এক মঞ্চে জেমস-আর্টসেল

১৪

রিয়াল জিতেছে, তবে আগুয়েরোর ‘বলিদান’ নিয়ে সত্যিটা কী?

১৫

খেলার মাঠ থেকে ১৭৫ যুদ্ধবোমা উদ্ধার

১৬

‘আয়না ঘর দেখে এসেছি, শিগগিরই বিচার শুরু হবে’

১৭

প্রধান উপদেষ্টার পরিদর্শনে আয়নাঘরের যেসব চিত্র দেখা গেল

১৮

পিলখানায় নিহত স্বজনদের সংগঠন ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ

১৯

কক্সবাজারে বনাঞ্চল থেকে মৃত হাতি উদ্ধার

২০
X