ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামানকে পদায়ন করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা।
কামরুজ্জামান আইসিটি বিভাগের আওতাধীন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানতে চাইলে আবু সাঈদ মো. কামরুজ্জামান কালবেলাকে বলেন, শিগগিরই ঢাকা উত্তর সিটি করপোরেশনে যোগদান করব।
মন্তব্য করুন