জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিসে (বায়রা) প্রশাসক নিয়োগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গত ৪ ফেব্রুয়ারি এ আদেশ দেয় আপিল বিভাগ। গত ৬ ফেব্রুয়ারি বায়রা সচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি বায়রার সব সদস্যকে অবহিত করা হয়।
নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘বায়রা কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ২৯ জানুয়ারি প্রশাসক নিয়োগ করে। গত ৩ ফেব্রুয়ারি প্রশাসক যোগদান করেন। বায়রা সাধারণ সম্পাদকের একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি শুনানিক্রমে কার্যক্রম স্থগিত করা হয়। পরে গত ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে।
এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রশাসক নিয়োগের বিষয়টি ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছে।
মন্তব্য করুন