বিদেশি সংবাদমাধ্যমে কর্মরত দেশের সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) সদস্য সচিব হয়েছেন ফরাসি সংবাদ সংস্থা এএফপির সাংবাদিক মোহাম্মদ আলী মাজেদ। তিনি এর আগে এএফপি ফ্যাক্টচেকের ফ্যাক্টচেক রিপোর্টার ছিলেন।
বিজেআইএমের অ্যাডহক নির্বাহী কমিটির সদস্য সচিব আলজাজিরা ও নিক্কি এশিয়ার সাংবাদিক ফয়সাল মাহমুদের স্থলাভিষিক্ত হয়েছেন আলী মাজেদ।
সংগঠনটির আহ্বায়ক স্যাম জাহান ও কোষাধ্যক্ষ রেদওয়ান আহমেদের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সাল মাহমুদ নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার নিযুক্ত হওয়ায় অ্যাডহক কমিটির অভ্যন্তরীণ ভোটে সংগঠনটির নতুন সদস্য সচিব নির্বাচন করা হয়েছে। আলী মাজেদ ২০২২ সালে প্রতিষ্ঠিত সংগঠন বিজেআইএমের সহপ্রতিষ্ঠাতা এবং এর নির্বাহী সদস্য ছিলেন।
নতুন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নিউইয়র্ক টাইমসের হয়ে কাজ করা সাংবাদিক সাইফ হাসনাত। তিনিও সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা।
মন্তব্য করুন