বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলাকে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ আখ্যা দিয়ে দ্রুততার সঙ্গে তা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে অতি শিগগিরই তার জামিন দাবি করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পলাশী মোড় সংলগ্ন একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে জোটের প্রতিনিধিরা উচ্চ আদালত এবং রাষ্ট্রপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি অ্যাডভোকেট সুমন কুমার রায় ও প্রসেনজীৎ কুমার হালদার।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুশান্ত অধিকারী, সাজেন কৃষ্ণ বল, রাজ ঘোষ, ডেভিট পাল, দেব দত্ত, সবুজ দত্তসহ জোটের অন্য প্রতিনিধিরা।
মন্তব্য করুন