প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশের প্রধান বিচারপতি এ সাক্ষাৎ করেন মিলার। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাতকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, মৌলিক অধিকার রক্ষা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা বৃদ্ধির জন্য একটি শক্তিশালী, নিরপেক্ষ এবং দক্ষ বিচার বিভাগ অপরিহার্য।
এদিকে আজ প্রধান বিচারপতির সঙ্গে ইইউর রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক ও আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রাপ্তি সহজিকরণ এবং বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন নিয়ে আলোচনা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানানো হয়েছে।
মন্তব্য করুন