সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাখ্যা দিলেন শফিকুল আলম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিনে বাংলা একাডেমিতে স্থাপন করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপর এই ময়লা ফেলার ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

রোববার (২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিষয়ে ফের স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি বলেন, গতকাল (শনিবার) একুশে বইমেলা থেকে দেওয়া আমার ফেসবুক পোস্ট নিয়ে অনেক হইচই হয়েছে। তাই আমি একবারেই সবকিছু পরিষ্কার করে দিতে চাই।

ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে তিনি তার ব্যাখ্যা তুলে ধরেছেন। যা নিম্নে হুবহু তুলে ধরা হলো—

১. অন্তর্বর্তী সরকার শুধু তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ; যারা ছাত্র ও যারা শুধু গণজাগরণে নয় বরং দীর্ঘদিন ধরে আমাদের চুরি যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে।

২. স্বাভাবিকভাবেই অন্তর্বর্তী সরকার সেই দলের বিরুদ্ধে কঠোর ও অবিচল অবস্থানে রয়েছে, যারা নিষ্ঠুর স্বৈরতন্ত্র কায়েম করেছিল, মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ করেছিল এবং ১৫ বছর ধরে রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছিল।

৩. অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাইয়ের গণজাগরণে বিক্ষোভকারীদের হত্যাকারীদের বিচার করা। আমাদের কাজ হলো বাংলার কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা।

৪. অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের দোসর, সমর্থক ও তাদের অনুগতদের গণহত্যা, হাজার হাজার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার গুম এবং শত শত বিলিয়ন ডলার লুটপাটের জন্য জবাবদিহির আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের ম্যান্ডেটই হচ্ছে এই অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো।

৫. আমরা যখন প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে কথা বলি, সাধারণত আইজির (অন্তর্বর্তী সরকার) অগ্রগতি এবং সাফল্যের আপডেট দিই। একই সঙ্গে শেখ হাসিনা এবং তার তৈরি চোরতন্ত্র ও খুঁটিতন্ত্রের অপরাধ নিয়ে বিশদভাবে আলোচনা করি; যাতে জনগণের মনে এসব বিষয় সব সময় তাজা থাকে।

৬. যারা মনে করেন আমি রাজনীতি বা আওয়ামী লীগের হত্যাকাণ্ড ও দুর্নীতির ব্যাপারে বেশি কথা বলছি, তারা আওয়ামী লীগের সমর্থক। আমরা জানি, এত বছর ধরে আপনারা কী করেছেন। দুঃখিত, আমি থামব না আমার কাজের শেষ দিন পর্যন্ত।

৭. রুচি কী? ভালো রুচির বিচারক কে? ভদ্রতা কী? কাকে ভদ্রতা দেখাব? এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ হাসিনা বিশ্বের অন্যতম নৃশংস ও দুর্নীতিবাজ স্বৈরশাসক। আমি কোনো দ্বিধা ছাড়াই আমাদের জনগণকে সব সময় স্মরণ করিয়ে দেব তিনি একজন হত্যাকারী ও গুমজননী ছিলেন! এটা নৈতিক অবস্থান। তা ছাড়া যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তবে আমাদের ইচ্ছেমতো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা থাকা উচিত, এটাই গণতন্ত্রের ব্যক্তিস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা।

৮. আমি আমাদের ইতিহাস ভালোভাবেই জানি। আমি জানি, আমরা কীভাবে সমষ্টিগত বিস্মরণে ভুগেছি, কীভাবে ইতিহাসের কিছু ভয়ংকর দুঃস্বপ্ন ভুলে গেছি। বিজয়ীরা আমাদের ইতিহাস লিখেছে, কিছু বিতর্কিত ব্যক্তিকে নায়ক বানিয়েছে। আমরা এটা হতে দেব না। আমরা একজন সাইকোপ্যাথকে সাইকোপ্যাথ বলব, গণহত্যাকারীকে গণহত্যাকারী বলব।

৯. ছয় মাস পার হয়ে গেছে গণজাগরণের, কিন্তু এখনো বিএল অস্বীকারের পর্যায়ে রয়েছে। তাদের দোসর, নেতা, প্রো-বিএল সাংবাদিক, বিদেশি মদতদাতা ও সমর্থকরা সত্যকে অস্বীকার করছে। তারা একটি বিকল্প ইতিহাস তৈরি করতে চায়, একটি যেখানে তারা শিকার, যেখানে পুলিশ আক্রমণকারী নয়।

১০. সাংবাদিকতার ভাষায়, তারা এমন এক কথন তৈরি করতে চায় যে এই গণজাগরণ কেবল একটি ইসলামপন্থী অভ্যুত্থান ছিল। এটি ওয়ার অন টেরর মডেল, যা বিএএল ২০০৭ সাল থেকে কৌশলগতভাবে ব্যবহার করছে। যে কেউ বিএএলের বিরুদ্ধে, সে ইসলামিক মৌলবাদী। বিএএল প্রচার চালাতে কোটি কোটি টাকা খরচ করছে এবং কিছু শীর্ষ ভারতীয় মিডিয়াকে এই প্রচারণায় মিত্র বানিয়েছে।

১১. এটি একটি ভয়ংকর খেলা। যদি তারা সফল হয়, তবে তারা আমাদের যে কাউকে হত্যা করার লাইসেন্স পেয়ে যাবে, আর বিশ্ব তাতে চোখ বুজে থাকবে। আমাদের কাজ হলো বিএএলের এই বিলিয়ন ডলারের প্রোপাগান্ডা প্রকল্প যেকোনো মূল্যে রুখে দেওয়া। আমরা যেকোনো উপায়ে লড়ব, অন্যথায় আমাদের জেনেভা ক্যাম্পে থাকা উর্দুভাষীদের মতো পরিণতি হবে।

১২. আমার আত্মীয় ও বন্ধুদের প্রতি যাদের বিএএল ট্রল ব্রিগেড টার্গেট করেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আমার আরামদায়ক ও উচ্চ বেতনের চাকরি ছেড়ে আইজিতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছি। আমার শেয়ার করা ছবিগুলো বিএএলের ট্রলদের সুযোগ দিয়েছে আপনাদের টার্গেট করতে। অনুগ্রহ করে আমাকে আনফ্রেন্ড করুন। অথবা আমার অ্যাকাউন্ট ব্লক করাই সবচেয়ে ভালো হবে। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। আমি জানি আমি কী করছি এবং আমার কর্মকাণ্ডের জন্য যেকোনো মূল্য দিতে প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীকে অপহরণ : ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক গ্রেপ্তার

ফেনীতে শহীদ মাসুদের পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান

৩১ দফার প্রচারে সিরাজদিখানে বিএনপির মতবিনিময় সভা

মন্দিরে-বাসাবাড়িতে বিদ্যার দেবীর আরাধনা সোমবার

গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের কর্মসূচি ঘোষণা

ব্যারিকেড ভেঙে যমুনার সামনে আন্দোলনে আহতরা

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

সালাম দিয়ে বলতে হবে, ‘প্রিয় খুনি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন?’

সমালোচনার মুখে বইমেলা থেকে সরানো হলো সেই পোস্টার

হিমাগারে ভাড়া বৃদ্ধি / রাজশাহীতে মহাসড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

১০

রেলওয়ে কন্ট্রাকটরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত

১১

বাবার মৃত্যুর ১২ বছর পর একই স্থানে একইভাবে মারা গেলেন ছেলেও

১২

আ.লীগের লিফলেট বিলি, ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটুনি

১৩

‘প্রশাসনকে দোসরমুক্ত না করলে দেশে গণতন্ত্র পূর্ণতা পাবে না’

১৪

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আ.লীগ কর্মীদের হামলা, সংঘর্ষে আহত ৮

১৫

পরীক্ষায় ফেল করায় শিক্ষকের বাড়িতে হামলা

১৬

ব্যাখ্যা দিলেন শফিকুল আলম

১৭

বিদেশে যেতে ইচ্ছুকদের বিষয়ে সতর্কতা জারি

১৮

ময়মনসিংহে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর

১৯

শিক্ষার্থীদের অবরোধ ঘিরে সতর্ক পুলিশ, প্রস্তুত জলকামান

২০
X