কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১ এএম
অনলাইন সংস্করণ

যমুনা অভিমুখে আন্দোলনে আহতরা, বাধা পেয়ে রাস্তা অবরোধ

হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন জুলাই বিপ্লবে আহতরা। ছবি : সংগৃহীত
হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন জুলাই বিপ্লবে আহতরা। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহতরা সাত দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার পথে পুলিশি বাধায় রাজধানীর শাহবাগ এলাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

রোববার (০২ ফেব্রুয়ারি) হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশের সড়কে গেলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে সেখানেই অবস্থান নেন তারা।

এদিন সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। রাত ৭টা ৩৯ মিনিটে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পৌঁছান তারা।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে মিরপুর রোডের উভয় পাশে অবস্থান নিয়ে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিক্ষোভ শুরু করেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। রোববার তারা দিনভর আগারগাঁও ও শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন।

বিক্ষোভকারীদের অভিযোগ- তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাচ্ছেন না। জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা পাওয়ার ধীরগতি নিয়েও বিক্ষোভ রয়েছে। তাদের দাবি দ্রুত সুচিকিৎসা দিতে হবে, প্রয়োজনে বিদেশে পাঠাতে হবে।

এসব দাবি নিয়ে বিক্ষোভকারীদের কেউ কেউ রাস্তার মাঝে চাদর বিছিয়ে শুয়ে আছেন। রাস্তার মাঝে বেঞ্চ পেতেও বসে আছেন অনেকে।

আহতরা বলছেন, তাদের রক্তের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে। তারা কেউ পুলিশের গুলি খেয়েছে, কেউ টিয়ারশেলে অন্ধ হয়েছেন। আবার কেউ পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের কারণে যে স্বাধীনতা সরকার ভোগ করছে, সেই তাদেরই চিকিৎসা থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বীকৃতিতে অবহেলা করা হচ্ছে।

মো. আইয়ুব হোসেন নামে এক আন্দোলনকারী সাংবাদিকদের বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়কে অবস্থান করব। যদি উপদেষ্টারা কেউ এসে আমাদের আশ্বস্ত করেন তবুও আমরা রাস্তা ছাড়ব না। তাদের ওপর থেকে আমাদের আস্থা হারিয়ে ফেলেছি। এখন আর আশ্বাসে চলবে না। বিকেল ৪টার মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করব।

পরবর্তী সময়ে আলটিমেটামের মেয়াদ আরও দুই ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়।

এর আগে গতকাল শনিবার রাতে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেন জুলাই আন্দোলনে আহতরা। এ সময় তারা সাত দফা দাবি জানান। সেগুলো হলো-

১. চব্বিশের যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে।

২. বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে।

৩. আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন।

৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।

৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং

৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয় সুসংহত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের ঘটনায় ভারত ছাড়ছেন পর্যটকরা

নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে : নাহিদ 

জেদ্দায় আলোচনার পর সৌদি-ইউক্রেনের যৌথ বিবৃতি

সাগর-রুনি হত্যা মামলায় সাংবাদিক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাতক্ষীরায় ডাক্তার হাফিজুল্লাহর গ্রেপ্তারে সাংবাদিকদের আলটিমেটাম

‘ফ্যাসিস্টদের বিচার ছাড়া নির্বাচনের সুযোগ দিলে জনগণ মানবে না’

কুষ্টিয়ায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে মশাল মিছিল 

বাসে যৌন হয়রানির অভিযোগে চুয়েট শিক্ষার্থী বহিষ্কার

আমাদের সহযোগিতা বাংলাদেশের মানুষের জন্য, কোনো সরকার নয় : চীনা রাষ্ট্রদূত

১০

ওয়াশরুম ব্যবহার করতে না পারায় বিমানবন্দরে ফিরল ভারতীয় ফ্লাইট

১১

বগুড়ায় যুবলীগ নেতা মতিনের ১৩ বছরের কারাদণ্ড

১২

সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না : তারেক রহমান

১৩

এনডিএম’র ইফতারে তারেক রহমান / জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

১৪

চট্টগ্রামে আ.লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

চট্টগ্রামে পানির দাবিতে ওয়াসা ভবন ঘেরাও

১৬

বাচ্চা প্রসবের সময় বন্যহাতির মৃত্যু, বাঁচল না শাবকটিও

১৭

১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ

১৮

কর্মবিরতিতে চট্টগ্রামের ৮ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা

১৯

ছাত্ররা হঠাৎ টাকার মালিক হয়ে গেছে : বুলু

২০
X