কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নামে রাজনীতি করার কোনো সুযোগ নেই : তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পুরোনো ছবি
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পুরোনো ছবি

আওয়ামী লীগ নামে ও আওয়ামী লীগের মতাদর্শে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার (০২ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

এর কারণ হিসেবে নাহিদ ইসলাম বলেন, তাদের মতাদর্শটা ফ্যাসিবাদী, যার ভিত্তিতে গত ১৫ বছরের রাজনীতি চলেছে, গণহত্যা হয়েছে। যারা ভুল বুঝতে পারবেন, তাদের সে আদর্শটাকে ত্যাগ করতে হবে। তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই। অন্য দলে যোগ দিতে পারেন, নতুন দল গঠন করতে পারেন।

অনলাইনে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, যাদের দৃশ্যমান অবস্থান নেই, তাদের আবার কর্মসূচি কিসের? তারা মূলত আতঙ্ক তৈরি করার জন্য এসব করছে। এখানে জননিরাপত্তার বিষয় আছে। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। এরা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার চেষ্টা করছে, গুজব ছড়াচ্ছে। এদের অনেকে মামলার আসামি, পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অন্তর্বর্তী সরকারের এই তথ্য উপদেষ্টা বলেন, তারা শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্ত অনেককে আশ্রয় দিয়েছে। সেখানে থেকে এরা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ভারত সরকার সহযোগিতা না করলে এরা এগুলো করতে পারত না। ভারত দায়িত্বশীল হলে ওই দেশে বসে অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে নানা অপচেষ্টা চালাতে পারত না। এ ক্ষেত্রে ভারতের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না বা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এ বিষয়ে আমাদের একটা জাতীয় ঐকমত্যে আসতে হবে। আদালত, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসহ অন্যান্য জায়গা থেকে এ বিষয়ে কী ব্যবস্থা আসে সেটা সামনে বোঝা যাবে। তবে আমরা যারা অভ্যুত্থান করেছি, তারা মনে করি, আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক ও আইনগত ভিত্তি নেই।

আওয়ামী লীগের রাজনীতি চান না, কিন্তু আইসিটি আইন সংশোধনের সময় দলের বিচার করার সুযোগ রাখেননি। কেন? এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, তখন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অংশীজনদের পরামর্শ নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। উপদেষ্টা পরিষদের বিজ্ঞ সদস্যরা মতামত দিয়েছেন। এই বিচার প্রক্রিয়া নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, সেই দিকে বেশি নজর দিয়েছি আমরা। কারণ দল নিষিদ্ধ করতে আদালতের বাইরেও পথ আছে।

অপর এক প্রশ্নের জাবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগের অসংখ্য সন্ত্রাসী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। বিভিন্ন বিদেশি শক্তির সহযোগিতায় বিভিন্ন ধরনের স্যাবোটাজ করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজিসহ সন্ত্রাসী কাজে জড়িয়ে যাচ্ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনের দিকে এগুতে হবে। এগুলো শুধু নির্বাচনের জন্য নয়, বিদেশি বিনিয়োগ, অভ্যন্তরীণ ব্যবসায়িক পরিবে- সবকিছুর জন্য প্রয়োজন।

আমলাতন্ত্র পরিচালনায় উপদেষ্টাদের নেতৃত্বে কমিটি কেন গঠন করতে হলো? এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর একটি ভঙ্গুর অবস্থা আমরা পেয়েছি। অনেক গুরুত্বপূর্ণ সচিবরা পালিয়েছেন। এরপর বিভিন্ন বিষয়ে আমলাদের মধ্যে আন্দোলনের প্রবণতা ছিল। যেহেতু এখানে আলাদাভাবে কেউ দায়িত্বে নেই, তাই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মুজিবের পরিবারকে আমরা বুঝতে ভুল করেছি’

সড়ক ছেড়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা

ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

বইমেলায় আফরোজা খাতুনের বই ‘জুলাই গণঅভ্যুত্থান’

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চায় বিএনপি : আমিনুল হক 

আ.লীগ নেতা কফিল গ্রেপ্তার

পিইউবিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্রের শহর, ভয় ধরাচ্ছে পশ্চিমাদের

ইসলামে গান-বাজনা হারাম প্রমাণ না করতে পারলে পেটানোর হুমকি

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

১০

নিউট্রিশন সামিটে অংশ নিল অর্গানিক নিউট্রিশন লিমিটেড

১১

লিবিয়ায় ভেসে যাওয়া ২৩ লাশ দাফন, সবাই বাংলাদেশি হওয়ার শঙ্কা

১২

ছাত্রদের নতুন দল ঘোষণার সময় জানালেন নাগরিক কমিটির নেতা

১৩

সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে, দেশ তত সংকটে পড়বে : তারেক রহমান

১৪

স্ত্রীর জানাজার আগেই শোকে স্বামীর মৃত্যু

১৫

আমাদের শিক্ষার্থীরাই গণতন্ত্রকে আটুট রাখবে : বাউবি উপাচার্য

১৬

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু

১৭

অবৈধপথে ইউরোপযাত্রাই মৃত্যুযাত্রা হলো ২০ বাংলাদেশির!

১৮

‘জুলাই বিপ্লব ইসলামপ্রিয় লেখক ও সাংবাদিকদের মূল্যায়নের সুযোগ করে দিয়েছে’

১৯

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

২০
X