স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় রাজু ভাস্কর্য থেকে এ কর্মসূচি শুরু হবে।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) পুলিশ সদস্যদের বিচারসহ পাঁচ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের বের করা মিছিল আটকে দেয় পুলিশ। পরে স্মারকলিপি দিয়ে কর্মসূচি শেষ করে সংগঠনটি।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শাহবাগ থানার সামনে থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে যেতেই মিছিলটি আটকে দেয় পুলিশ। সেখানে ব্যারিকেড দিয়ে বিপুলসংখ্যক পুলিশ লাঠি হাতে অবস্থান নেয়। পরে সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
সেখানে ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আপনারা এমন কিছু করবেন না, যাতে আমাদের কাজ করতে সমস্যা হয়। এতে রাষ্ট্র দুর্বল হয়ে পড়বে। এখানে যারা পুলিশ সদস্য আছেন সবাই ঢাকায় নতুন, জুলাইয়ে আমাদেরও ব্যাপক ভূমিকা ছিল। আপনাদের দাবিদাওয়া আমার কাছে দেন। আমি শনিবার আইজিপির কাছে পৌঁছে দেব।
এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়
ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবি হল:
১. জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সব পুলিশকে অতি দ্রুত তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে
২. জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে
৩. পুলিশে ছাত্রলীগের সব ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে
৪. জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলি হওয়া পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে
৫. দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে।
মন্তব্য করুন