কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৮ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

আখেরি মোনাজাত সকাল ৯টায়

আখেরি মোনাজাত। ছবি : সংগৃহীত
আখেরি মোনাজাত। ছবি : সংগৃহীত

টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ (০২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এদিন সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে মোনাজাত হবে।

আমবয়ানের মাধ্যমে ইবাদত-বন্দেগিতে মশগুল লাখো মুসল্লি। চলছে চিল্লাভিত্তিক আলোচনা। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় আলেম ও মুরব্বিরা কোরআন-হাদিসের আলোকে ইমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে বয়ান পেশ করছেন।

আজ বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান বয়ান শুরু করেন। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দেবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

তাবলিগ জামাত বাংলাদেশের শূরায়ী নেজাম (মিডিয়া সমন্বয়ক) হাবিবুল্লাহ রায়হান জানান, গতকাল বাদ ফজর থেকে পাকিস্তানের মাওলানা খোরশেদ বয়ান করেছেন। তার বয়ান বাংলায় তরজমা করেছেন মাওলানা উবায়দুর রহমান। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হয়েছে। বিশেষ দুটি প্রোগ্রামে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ওলামাদের উদ্দেশে বয়ান করেছেন। ভারতের মাওলানা আকবর শরিফ তলাবাদের (মাদ্রাসার ছাত্রদের) উদ্দেশে নামাজের মিম্বরে বয়ান করেছেন। বাদ জোহর ভারতের মাওলানা ইসমাইল গোদরা, বাদ আসর ভারতের মাওলানা জুহায়ের বয়ান করেছেন। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করেছেন।

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপির) কমিশনার ড. নাজমুল করিম খান জানান, ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী এলাকায় গতকাল রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস হয়ে ৩০০ ফুট রাস্তা ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় এসব সড়কে কোনো পণ্যবাহী গাড়ি বা যানবাহন চলতে পারবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আশা করি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।

ইজতেমা ময়দানে হাসনাত আবদুল্লাহ ও মামুনুল হক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বিশ্ব ইজতেমার ময়দানে এসেছেন। গতকাল বিকেলে তারা ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের গেট দিয়ে প্রবেশ করেন। তাদের অভ্যর্থনা জানান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শূরায়ে নেজামের আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান। তিনি জানান, হাসনাত আবদুল্লাহ এবং মামুনুল হক ময়দানে প্রবেশের পর মুসল্লিদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। এরপর তারা ইজতেমা ময়দান ঘুরে ঘুরে দেখেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদুর রহমান রিফাত এবং শেখ সাব্বিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

৬৩ জোড়া যৌতুকবিহীন বিয়ে:

তাবলিগ জামাতের শূরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়। যৌতুকবিহীন বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান। এবার ৬৩ জোড়া যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে। বিয়ে পড়ানোর শেষে ভারতের মাওলানা সব দম্পতির জন্য দোয়া ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

সরকারের প্রতি কৃতজ্ঞতা জুবায়েরপন্থিদের:

জুবায়েরপন্থি শীর্ষ মুরব্বি মুফতি কেফায়তুল্লাহ আজহারী জানান, তুরাগ তীরে চলমান ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন করতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক কমিটি শূরায়ে নেজাম বা জুবায়েরপন্থিরা। এবারই প্রথমবারের মতো আখেরি মোনাজাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে, যা পূর্বে ১১টা বা ১২টায় হতো। দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের এই মোনাজাতে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে সংবাদ সম্মেলনে সাদপন্থিদের বিরুদ্ধে দেশ-বিদেশে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে আয়োজকরা বলেন, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে সাদপন্থিরা ইজতেমা ময়দানে হামলা চালিয়ে তাদের চারজন সাথিকে হত্যা করেন এবং বহু মুসল্লিকে আহত করেন। এ ঘটনার পর থেকে তারা বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের ভয়ভীতি দেখাচ্ছেন। তবে সব বাধা উপেক্ষা করেও লাখো মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৌশলী মাহফুজ হান্নান, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মোহাম্মদ আলী এবং মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

বিদেশি মেহমানখানায় চায়ে সন্দেহজনক পাউডার, আটক ১:

ইজতেমা ময়দানে বিদেশি মেহমান খিত্তায় চায়ের মধ্যে সন্দেহজনক পাউডার মেশানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সাইফুল ইসলাম। তিনি ঢাকার সূত্রাপুরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত জায়গায় চায়ের ডেকচির মধ্যে একটি পাউডার জাতীয় পদার্থ মেশানোর সময় দায়িত্বরত হুজুররা বিষয়টি লক্ষ্য করেন। এতে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেছেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

কুয়াশায় ঢাকা পঞ্চগড়, শীতে জবুথবু জনজীবন

বায়ুদূষণে ঢাকা বিশ্ব চ্যাম্পিয়ন

শেখ হাসিনার পতনেও সহায়তা কমাল না ভারত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে

আখেরি মোনাজাত শুরু

মাঘের শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

১০

শরীয়তপুরে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, টিকিট পাচ্ছেন যারা

১১

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

১২

আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন নারীরাও

১৩

নদীতে নিখোঁজ ৩ স্কুলশিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

১৪

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ

১৫

ভিক্ষা করে সংসার চালান শহীদ রাজিবের বাবা

১৬

আবু সাঈদের নামে কোচিং সেন্টার, শিক্ষার্থীকে রাখা হলো হাজতে

১৭

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিদের ঢল

১৮

২ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

শ্রীলঙ্কায় ৬৫ বছরের মধ্যে রেকর্ড মূল্যহ্রাস

২০
X