বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) কেএম মাহবুব আলমকে সভাপতি ও সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সপেক্টর) তানভীর আহমেদকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) এনবিআরের পুরাতন ভবনে অবস্থিত বাকাএভ কার্যালয়ে রাজস্ব কর্মকর্তা ও বাকাএভ সহসভাপতি মোহাম্মদ জোনায়েদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন- কার্যকরী সভাপতি মো. তরিকুল ইসলাম ও কার্যকরী সভাপতি মো. মজিবুর রহমান, সহসভাপতি মো. শফিউল বসর, মো. লুৎফুল হক, আবদুর রহমান মৃধা, মোহাম্মদ জোনায়েদ ইকবাল, মো. রেদওয়ান উল্যা ভুঁইয়া, আবুল কালাম পলাশ, মো. মাসউদুর রহমান, মো. সবুজ মিয়া, মো. এনামুল হক, মোহাম্মদ জাকির হোসেন, সাদিয়া ইমাম, ফাওজিয়া আক্তার মুক্তা, মো. আবুল কালাম আজাদ, মাসুদ রানা, মুশফেকুর রহমান জোসেফ, মো. রোকনুজ্জামান রাজন।
কার্যকরী মহাসচিব শাহ্ মোহাম্মদ যোবায়ের ও কার্যকরী মহাসচিব ওয়াসিক বিল্লাহ।
যুগ্ম সাধারণ সম্পাদক নূর এ আলম, মো. মোজাহিদ খান, এটিএম মেহেদী হাসান, মো. ওমর ফারুক, মো. ওবায়দুল্লাহ, পঙ্কজ কুমার সাহা, আতাউল ইসলাম, রিয়াজুল হক রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, মনি হাসান মণ্ডল, আবু নাইম, রিমন আল রাফি, হাসরাত ইমাম, মো. ওবাইদুর রহমান, রহমত আলী। দপ্তর সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. ইসরাফিল হোসেন শিহাব, প্রচার সম্পাদক নাফিস আমীন রিজভী, সহ-প্রচার সম্পাদক মো. লুৎফর রহমান, নারী বিষয়ক সম্পাদক ফাহিমা মেহ-জাবিন, সহ-নারী বিষয়ক সম্পাদক ফেরদৌসি মাহবুব স্বর্ণা অর্থ সম্পাদক তাহমিনা আক্তার সুমি, সহ-অর্থ সম্পাদক মো. রাসেল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শিবলী নোমানী খান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া সম্পাদক মাসুদ আলী, সহ-ক্রীড়া সম্পাদক মনির জামান, এবং সদস্য- মেহেদী হাসান, সাইদুল ইসলাম সাহেদ, দেবাশীষ রায়, মোশারফ হোসেন রাজু, মো. জামাল হোসেন, মুহাম্মদ হাসানুল আবেদীন, মো. আনিসুর রহমান, মো. মাইনউদ্দিন, মো. সাদরুল হাসান চৌধুরী আকাশ, মো. শামছুল আলম, মাহবুবুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন, আবু শিহান, মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস অ্যান্ড ভ্যাট অনুবিভাগে মাঠপর্যায়ে সরাসরি রাজস্ব আদায়ে নিয়োজিত ৫ হাজারের বেশি নন ক্যাডার (৯ম গ্রেড-১০ম গ্রেড) রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের (ইন্সপেক্টর) সংগঠন বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ)।
মন্তব্য করুন