বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন গুণী ব্যক্তিত্বের হাতে বাংলা একাডেমি পুরস্কার-২০২৪ তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলা উদ্বোধনের পর গুণী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
এবার বিভিন্ন বিভাগে যারা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তারা হলেন-
কবিতায় : মাসুদ খান
নাটক ও নাট্যসাহিত্যে : শুভাশিস সিনহা
প্রবন্ধ/গদ্যে : সলিমুল্লাহ খান
বিজ্ঞানে : রেজাউর রহমান
অনুবাদে : জি এইচ হাবীব
গবেষণায় : মুহম্মদ শাহজাহান মিয়া
ফোকলোরে : সৈয়দ জামিল আহমেদ
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এর আগে গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশিত হয়। কিন্তু ঘোষণার পর সামাজিক ও সাংস্কৃতিক মহলে অনেক বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন মহলের অভিযোগ ও আপত্তির মুখে ২৫ জানুয়ারি বাংলা একাডেমি কর্তৃপক্ষ তালিকা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। পরে পুরস্কারের তালিকা পুনর্বিবেচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এতে আগের তালিকার তিনজন বাদ পড়েন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪-এর সিদ্ধান্ত অনুযায়ী বাংলা একাডেমি নির্বাহী পরিষদ পুরস্কারপ্রাপ্তদের নাম অনুমোদন করে।
উল্লেখ্য, প্রতিবছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এবার পুরস্কারের তালিকায় বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় কারও নাম উল্লেখ করা হয়নি।
মন্তব্য করুন