কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রে ফেরার একমাত্র পথ নির্বাচন : আনম সাইফুল

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

যারা নির্বাচনের কথা সহ্য করতে পারছেন না তারা গণতন্ত্র চান না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকা দক্ষিণের ৫৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পশ্চিম জুরাইন কবরস্থান রোডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভাকালে তিনি এ কথা জানান।

সাইফুল ইসলাম বলেন, এখন নির্বাচন নিয়ে নানা কথা হচ্ছে। গণতন্ত্র ফিরে না এলে অর্থাৎ ফ্যাসিবাদকে পরাজিত করার পরে জাতি গণতন্ত্রে ফিরবে, এটাই বাস্তবসম্মত। গণতন্ত্রে ফেরার জন্য একমাত্র পথ হলো নির্বাচন। নির্বাচনের মধ্যে জাতিকে যদি না নিয়ে যাওয়া হয়, তাহলে গণতন্ত্র ফিরে আসার দ্বিতীয় কোনো পথ আছে বলে মনে হয় না। যারা গণতন্ত্রে ফিরতে চান, তারা গণতন্ত্রের কথা বলছেন। আর যারা নির্বাচনের কথা সহ্য করতে পারছেন না তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন। অর্থাৎ তারা গণতন্ত্র চান না।

তিনি বলেন, দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা পেয়েছি ৫ আগস্ট। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি। এটা কিন্তু দীর্ঘ আন্দোলনের ফসল ছিল। বিগত ১৫ বছর বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নির্যাতিত, গুম-খুনের শিকার হয়েছে। আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারত না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আরও বলেন, গত ১৭ বছর ধরে এ দেশে যে সীমাহীন লুটপাট, এত লুটপাট পৃথিবীর আর কোথাও হয়নি। রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। এ দেশটা যতদ্রুত সম্ভব নতুন করে সাজাতে হবে। আর এর জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। আর যে ভোটের অধিকারের জন্য এত রক্ত ঝরলো, সে ভোট নিয়ে এখনো চক্রান্ত চলছে।

তিনি বলেন, ৭১-এর বীর মুক্তিযোদ্ধারা বয়োবৃদ্ধ হলেও এ দেশে জুলাই বিপ্লবের সৈনিকরা যতদিন বেঁচে আছে ততদিন এই দেশে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।

এ সময় উপস্থিত ছিলেন- ৫৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর মো. মোজাম্মেল হোসেন ও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাজী নাসির আহমেদ মোল্লা। এছাড়া ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম পলাশ, ৫১নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মফিকুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক মো. মমিন মিয়া, ৫৪নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আজিজ মুন্সী, স্বপন শামীম রেজা, পিন্টু চৌধুরী এবং ৪৭নং ওয়ার্ডের সাবেক সদস্য সচিব মুরাদ মামুনসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবিপ্রবি ছাত্রদলের ৫ কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা

গুজবে নোয়াখীতে আ.লীগের শোডাউন, ২ নেতা আটক

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিচালনায় আগ্রহী সৌদির কোম্পানি

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি বাংলাদেশের

‘ভারতে পালিয়ে আমাদের বলছে, আমরা নাকি পালানোর জায়গা পাব না’

সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ

যারা আ.লীগের দোসরদের আশ্রয় দেবে তারা জনগণের শত্রু : অনিন্দ্য ইসলাম অমিত

শহীদ জিয়া ছিলেন কৃষক বান্ধব নেতা : টিএস আইয়ুব 

স্বল্পোন্নত থেকে উত্তরণে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি ডব্লিউটিও প্রধানের

১০

‘ষড়যন্ত্র-মিথ্যাচারে জামায়াত-শিবিরকে আর শেষ করা যাবে না’

১১

জামায়াত শেখ হাসিনার জন্য কলাপাতার গেট তৈরি রেখেছে : গোলাম পরওয়ার 

১২

‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার রূপরেখা ও জনসম্পৃক্তি’ শীর্ষক মতবিনিময়

১৩

কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বিক্ষোভ

১৪

আরও দেব রক্ত, বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

পানামা জয়ে নিজের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছেন ট্রাম্প

১৬

রাজশাহীতে চার শতাধিক মানুষের মাঝে আইইবির শীতবস্ত্র বিতরণ

১৭

দারুল ইহসান ট্রাস্টি মুকুলের মুক্তির দাবিতে মানববন্ধন

১৮

বিএনপি সংস্কার চায় না, এটা ভুল : ব্যারিস্টার অসীম 

১৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

২০
X