রাজধানী গত দুদিন ধরে হালকা শীত অনুভূত হচ্ছে। এ অবস্থায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
এ অবস্থায় সারাদেশে আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোরবেলা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য করুন