ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বিনামূল্যে একটি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্থানীয় সিভিল সার্ভিসের সহযোগিতায় কারাগারের অভ্যন্তরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজিত চক্ষু ক্যাম্পে ১৬৫ জন কারাবন্দি এবং ২৭ জন কারা স্টাফ চক্ষু পরীক্ষা করেন। এসময় ১০৪ জনকে বিনামূল্যে ওষুধ এবং চশমা প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ কালবেলাকে বলেন, কারাগারে বন্দি এবং কারার স্টাফদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কারাগারে চিকিৎসা বিভাগ তৎপর রয়েছে। কারা প্রশাসন এ বিষয়ে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
মন্তব্য করুন