কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০১:৫৯ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান

প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নিয়েছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। ছবি : সংগৃহীত
প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নিয়েছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারের পর এবার রমনায় প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়ক অবরোধ করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

এর আগে, রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এতে কারওয়ান বাজার থেকে পান্থপথ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনা ঘটে।

তাদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও প্রায় ১৮ হাজার কর্মী ফ্লাইট সংকটের কারণে গত বছরের ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি। মালয়েশিয়া কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এখন তাদের কাজে যোগদানের নিশ্চয়তা মেলেনি।

আবরোধকারীদের একজন জানান, ৫ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেননি তিনি। বর্তমানে ঋণ করে চলতে হচ্ছে, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন। এ সময় চলতি মাসের মধ্যেই মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া আরেকজন জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের চাকরি নিশ্চিত করার আশ্বাস দিলেও এখনো কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না তারা। অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও সুফল মিলছে না। কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে তাদের।

বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। এছাড়া, কর্মীদের পাঠানোর সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধের পর মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খোলে ২০২২ সালের আগস্ট মাসে। দেশটিতে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী পাঠানোর কথা ছিল। কিন্তু সব টাকা-পয়সা পরিশোধ ও কাজের সুযোগ পেয়েও টিকিট জটিলতার কারণে দেশটিতে যেতে পারেননি প্রায় আঠারো হাজার কর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৭৩ মামলা

আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই : এ্যানি

সড়কে ইট বালু রেখে লাপাত্তা ঠিকাদার, রাস্তার বেহাল দশা

ছেলের স্বপ্ন ছিল সরকারি কর্মকর্তা হবে, বললেন শহীদ তামিমের বাবা

যে আশ্বাসে বাড়ি ফিরছেন মালয়েশিয়া যেতে না পারা আন্দোলনকারীরা

মোবাইল ব্যবহারকারীদের জন্য সুখবর

বিজিবি-বিএসএফ বৈঠক / সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ

‘দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু’

হত্যা মামলায় আ.লীগ নেতা হাবিব গ্রেপ্তার

ক্ষমতায় আসতে না আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ

১০

জয়পুরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

১১

‘জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি’

১২

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক

১৩

শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১৪

দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ৫ দিনের সফরে বাংলাদেশে

১৫

স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন : ইসি মাছউদ

১৬

হাত দিয়ে স্কুলে যাওয়া সবুজ দাঁড়াতে চায় নিজের পায়ে

১৭

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ

১৮

উপস্থাপনায় তাহসান

১৯

যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর

২০
X