বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ও মানবাধিকার আন্দোলনের নেতা নির্মল দাস পরলোকগমন করেছেন। ওঁ দিব্যান লোকান স গচ্ছতু।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এদিকে নির্মল দাসের পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এক শোকবার্তায় তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মন্তব্য করুন