কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আমিনুল হকের 

ডিআরইউ চত্বরে আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
ডিআরইউ চত্বরে আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপি সবসময় বাংলাদেশের তৃনমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

সোমবার (২০ জানুয়ারি) রাতে ডিআরইউ চত্বরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই প্রথম সরাসরি কোনো খেলাধুলার আয়োজন করেছে। আমরা সবসময় চাই বাংলাদেশের তৃনমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা হবে অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমে আমরা সুস্থ জাতি গড়তে চাই।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সব আয়োজনে সম্পৃক্ত থাকার ঘোষণা দিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের সংগঠন। দেশ গঠনে সাংবাদিকের ভূমিকা অপরিসীম। বিএনপি রাষ্ট্র পরিচালনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দেয়।

আমিনুল হক বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আমরা শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষ করেছি। মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে এবং গত ১০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শহীদ জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান ও সময়ের আলো প্রত্রিকার প্রকাশক ফয়সাল আর ফেরদৌস।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ফয়সাল বলেন, ডিআরইউ- এই সংগঠনে পেশাদার সাংবাদিকরা রয়েছেন। তাদের বিনোদনের জন্য এই ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটা সাংবাদিকদের কর্মস্পৃহা বাড়িয়ে দেবে। সময়ের আলো সব সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে থাকবে বলে জানান তিনি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, আমিনুল হক বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। তাকে আমরা সবাই একজন সেরা গোল কিপার হিসেবেই চিনি। তিনি এখন রাজনীতিতেও ভালো করছেন। আশা করি ওনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে।

এ সময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহসভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমে যাচ্ছে পৃথিবীর গতি, অবাক বিজ্ঞানীরা

দিনাজপুরে সীমান্ত থেকে কোটি টাকার সোনা জব্দ

তেঁতুলিয়ায় ঘন কুয়াশায় বেড়েছে শীত

২২ জানুয়ারি : ইতিহাসের এই দিনে কী ঘটেছিল?

ঘন কুয়াশায় পাটুরিয়া-আরিচা ফেরি চলাচল বন্ধ

বগুড়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

বুধবার ঢাকার যেসব এলাকায় যাবেন না

২২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

খালেদা জিয়ার চিকিৎসা / ‘ওয়ান স্টপ’ সার্ভিস হিসেবেই থাকছে দ্য লন্ডন ক্লিনিক

চাঁদা না পেয়ে নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ

১০

সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মরার জন্য প্রস্তুত হ’ লিখে হুমকি

১১

মধুমতীর ভাঙনে বিলীন তিন গ্রামের রাস্তা

১২

‘কোনো কেন্দ্রে একটিও ভোট না পড়া ইলিয়াস আলীর প্রতি সম্মান’

১৩

এটি এখন থেকে ‘আমেরিকা উপসাগর’

১৪

এসএসসি ১৯৯৮ ফ্রেন্ডস গ্রুপ ফাউন্ডেশন ডে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

১৫

বিয়ের মেহেদীর রঙ মোছার আগেই প্রাণ গেল রাকিবের

১৬

অর্থনীতি, গাজা ও রাশিয়া ইস্যুতে তৎপর ট্রাম্প

১৭

সিলেট বারে বিএনপির ভরাডুবি, ৪ নেতাকে শোকজ

১৮

যুদ্ধ থামাতে প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

১৯

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

২০
X