কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

দেশ থেকে সার সংকট জাদুঘরে পাঠানো হবে: কৃষি সচিব

পিআইবিতে আয়োজিত কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের বক্তব্য রাখেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। ছবি : সংগৃহীত
পিআইবিতে আয়োজিত কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের বক্তব্য রাখেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। ছবি : সংগৃহীত

দেশ থেকে সারের সংকট চিরতরে জাদুঘরে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, সারের মজুদ সক্ষমতা বাড়াতে মজুদাগার নির্মাণের প্রকল্প চলমান রয়েছে। তবে সামনের দিনে কৃষি খাতে প্রকল্প খাতে এক টাকাও বাড়াতে চাই না।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সদস্যদের জন্য কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষি সচিব বলেন, সারের মজুদাগার নির্মাণ করা ছাড়াও সম্ভাব্য বিকল্প স্থানে মজুদাগার তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য বন্ধ ঘোষণা করা বা পরিত্যক্ত পাট কারখানাগুলোতে সারের মজুদাগার করা হবে। এর মাধ্যমে বৈশ্বিক বাজার থেকে স্বল্প দামে অফ সিজনে সার কিনে আনা সম্ভব হবে। এতে বছরে দেড় থেকে ২ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিজেএমসির অধীন বন্ধ থাকা পাটকলগুলোকে ন্যায্য দামে লিজ নিয়ে সারের গুদাম তৈরির প্রাথমিক আলোচনা কার্যক্রম চলমান। খুব দ্রুতই এটি বাস্তবায়ন হতে পারে।

অনুষ্ঠানে এমদাদ উল্লাহ বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করা এবং প্রয়োজনীয় প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ানোর মাধ্যমে ভারসাম্য আনা হবে। এখন দেশে সার নাই এই কথা কেউ বলতে পারবে না। দামের কিছুটা তারতম্য হচ্ছে, সেটিও ঠিক করা হবে। কৃষকের স্বার্থ সর্বোচ্চ সুরক্ষা করা হবে।

এর আগে, রোববার (১৯ জানুয়ারি) দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক ঘণ্টার আলোচনা ও প্রশ্নোত্তরে অংশ নেন তিনি। এদিন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএজেএফ সভাপতি গোলাম ইফতেখার মাহমুদ।

দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরি ও বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন। সার্বিক সমন্বয়ে ছিলেন বিএজেএফ সাংগঠনিক সম্পাদক আবু খালিদ। সঞ্চালনায় ছিলেন পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত।

রাজধানীর পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে খাদ্য ও কৃষি সাংবাদিকতায় বৈশ্বিক পরিস্থিতি ও সরকারের নীতি কৌশল, কৃষি সাংবাদিকতায় তথ্যের চ্যালেঞ্জ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষি, কৃষি সাংবাদিকতায় ডিজিটাল মিডিয়া, কৃষি ও পরিবেশ সাংবাদিকতায় বৈশ্বিক ও বাংলাদেশ পরিপ্রেক্ষিত, কৃষি সাংবাদিকতায় ফ্যাক্ট চেকিং, কৃষি, খাদ্য ও জলবায়ু বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ের ওপর দুদিনের এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অতি বিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা কাম্য নয়’

সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, অতঃপর...

ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তাকে বদলি

ঝলমলে ও কালো চুল পেতে যেসব খাবার খাবেন

খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

গণহত্যাকারীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে : বদিউল আলম

শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘রোকেয়া অ্যাগ্রো ফার্ম’

১০

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া অফিসের

১১

ধাওয়া করেও ছিনতাইয়ের ব্যাগ উদ্ধারে ব্যর্থ বিকাশ ব্যবসায়ী

১২

শপথের পরই ট্রাম্পের বড় সিদ্ধান্তগুলো এক নজরে

১৩

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

১৪

ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, জবুথবু জনজীবন

১৫

চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি নিয়ে ভারত-পাকিস্তানে নতুন বিবাদ

১৬

রাঙামাটিতে আ.লীগ নেতা অংসুইছাইন গ্রেপ্তার

১৭

রাজধানীতে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

১৮

গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের বার্তা

১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
X