কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মেধাবীদের দলে দেখতে চান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

মেধাবী ও আদর্শবান লোকদের দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, সদস্যপদ নবায়ন করার দিনটি দলের জন্য আনন্দের। দীর্ঘদিন গ্রাম-গঞ্জের অসংখ্য নেতাকর্মী অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে গেছেন। দেশের ওপর দিয়ে একটা ঝড় গেছে। যাতে দেশটি লন্ডভন্ড হয়ে গেছে। প্রত্যেক সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের গুম-খুন ও পঙ্গু করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকেও নিষ্পেষিত করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন ঝড় কেটে গেছে। এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি। অনেকেই হয়তো রাজনীতি থেকে সরে গেছে। যে মানুষরা এখনো দল ধরে রেখেছে তাদের আবারও একত্রিত করতে চাই। সেজন্যই সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু।

তারেক রহমান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই- জনগণের সমর্থন পাব। দল পুনর্গঠনের পর আমরা রাষ্ট্রকেও পুনর্গঠন করব। ৩১ দফা কার্যকর করা হবে। সেজন্য মেধাবী, সৎ ও আদর্শবান মানুষকে দলে আনতে হবে। দলকে সমৃদ্ধ করতে হবে। আমাদের ভালো মানুষ দরকার। রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। সেজন্যই কাজের লোকদের বের করে আনতে হবে।

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গতবার আমাদের কর্মসূচিতে একটি দুর্বলতা ছিল। এবার আমরা সেটিকে পাশ কাটিয়ে তৃণমূলের আরও গভীরে যাব। যে উদ্যম নিয়ে আমরা স্বৈরাচারের শত নির্যাতনেও দমে যাইনি বরং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। এ সময় দল এবং দেশকে পুনর্গঠন করার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সদস্যপদ নবায়ন চলমান প্রক্রিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে শুরু হয়েছে। যারা সদস্য আছেন তারাই নবায়ন করবেন। কেন্দ্রীয় দপ্তর থেকে জেলায়, জেলা থেকে উপজেলায় এবং সেখান থেকে ইউনিয়নে যাবে। এটা সাংগঠনিক সম্পাদকরা করবেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের কিন্তু এখন সত্যিকার একটি আদর্শিক রাজনৈতিক দলে পরিণত হতে হবে। এখন মেধার প্রতিযোগিতা। নতুন সদস্য নেওয়ার ব্যাপারে মেধাবীদের দিকে খেয়াল রাখতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, গত ১৫ থেকে ১৭ বছর কিন্তু বিএনপির নেতাকর্মী বা সদস্য নানা রকম নির্যাতন, লোভ-লালসা অতিক্রম করে ঐক্যবদ্ধ থেকেছে। সহস্রাধিক খুন, ৭শর বেশি গুম হয়েছে। অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছে। তাদের অবদানই তো বেশি। তাদের কারণেই তো আমরা আজ নেতা। সেজন্য তাদের কাছেই প্রথমে গিয়ে সদস্যপদ নবায়ন করতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ৩১ দফার মধ্যে সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে। সেটি আরও গভীরভাবে সারা দেশে মানুষের মাঝে তুলে ধরতে হবে। বিএনপি ইতিবাচক রাজনীতি করতে চায়। সে সঙ্গে আওয়ামী লীগের অন্যায়-অপকর্মের তথ্য জাতির কাছে তুলে ধরতে হবে। আমরা জাতির কাছে ম্যাসেজ দিতে চাই যে, আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ।

পরে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে বলেও জানান দলটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে টিস্যু পেপারে কাকে চিঠি লিখলেন দীপু মনি?

সাভার কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূমের মহাসম্মেলন আগামীকাল

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অনুপ কুমার চাকমা

জেবিএবির উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

কেবিনে ধোঁয়া, মাঝ আকাশে অল্পের জন্য রক্ষা পেল বিমান

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়েছে নীলগাই, অতঃপর...

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, জনপ্রিয় গায়ককে যে শাস্তি দিল ইরান

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

‘সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মানবে না’

মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক 

১০

ব্যাটারি গলি থেকে সাবেক শ্রমমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

১১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু মঙ্গলবার 

১২

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল ছাত্রদল নেতা জাফর

১৩

‘সাংবাদিকদের ছুটি ২ দিন, ন্যূনতম বেতন ৫০ হাজার টাকা হওয়া উচিত’

১৪

মুক্ত তিন ইসরায়েলি পণবন্দির হাতে ‘গিফট ব্যাগ’, কী উপহার দিল হামাস?

১৫

পার্কে ছাত্র-ছাত্রীদের বিয়ে ‘কাঠগড়ায়’ মাতব্বররা

১৬

প্যারিসে ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ প্রদর্শনী অনুষ্ঠিত

১৭

ডিএমপির ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন

১৮

আরেক অঞ্চলে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

১৯

শ্যামনগরে বিএনপির কমিটি ঘিরে উত্তেজনা

২০
X