কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কামরাঙ্গীরচরে চালু হচ্ছে ন্যায্যমূল্যের জনতার বাজার

কামরাঙ্গীরচরে ন্যায্যমূল্যের ‘জনতার বাজার’ এর মতবিনিময় সভা। ছবি : কালবেলা
কামরাঙ্গীরচরে ন্যায্যমূল্যের ‘জনতার বাজার’ এর মতবিনিময় সভা। ছবি : কালবেলা

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘জনতার বাজার’ নামে ন্যায্যমূল্যের বাজার স্থাপন করা হচ্ছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর কামরাঙ্গীরচর কুড়ারঘাট মেডিকেল মোড়ে ‘জনতার বাজার’ প্রতিষ্ঠার জন্য এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, জনতার বাজার আপনাদের বাজার। এটি একটি স্মার্টবাজার ব্যবস্থা। বাজারে নানা পণ্যের দাম অনেক চড়া। ক্রেতাদের দীর্ঘদিনের অভিযোগ, কৃষকের কাছ থেকে ভোক্তাপর্যায়ে পণ্য আসা পর্যন্ত কয়েকটি হাত বদল হয়। তাতে পণ্যের দর কয়েকগুণ বাড়ে। মধ্যস্বত্বভোগীর এই দৌরাত্ম্য কমাতে এমন উদ্যোগ ভূমিকা রাখবে। মূলত সরাসরি কৃষক ও ভোক্তাদের সংযোগ স্থাপন করে বাজার নিয়ন্ত্রণের জন্যই এই বিশেষ বাজার স্থাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকার মোহাম্মদপুরের পর কামরাঙ্গীরচরে এটি দ্বিতীয় বাজার। প্রাথমিকভাবে জনবহুল ৬ স্থানে এ জনতার বাজার স্থাপন করা হবে। জনতার বাজারের জন্য সফটওয়্যার নির্মাণ করা হয়েছে। সারা দেশের বাজারমূল্য নির্ধারণ করা থাকবে। প্রতিটি পণ্য জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নির্ধারিত দরে বিক্রি করা হবে। ক্রয়মূল্যের সঙ্গে প্রকৃত পরিবহন খরচ এবং উদ্যোক্তাদের প্রদেয় যৌক্তিক মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ হবে। তবে ইচ্ছা করলে যে কোনো চাষি, খামারি বা উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য সরাসরি এনেও বিক্রি করতে পারবেন।

জেলা প্রশাসক বলেন, এ বাজারে অ্যাপসে বারকোড দিয়ে পণ্য কিনতে পারবেন, লাইন ধরতে হবে না। তবে চাইলে সরাসরিও পণ্য কেনা যাবে। এতে সহায়তা করবে কৃষি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বাজার টেকসইভাবে পরিচালিত হবে এবং রাজধানীর মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।

এ বাজার সম্পর্কে কোনো অভিযোগ থাকলে কোথায় জানাতে হবে প্রশ্নে তানভীর আহমেদ বলেন, কারো কোনো অভিযোগ থাকলে সফটওয়্যারে একটি জায়গা আছে সেখানে ভোক্তারা জানাতে পারবে। এ ছাড়া বাজারেরও একটি বক্স থাকবে। আমরা নিয়মিত বিরতিতে এগুলো চেক করব।

বাজার সম্পর্কে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, আমাদের এখানে খেটে খাওয়া মানুষ অ্যাপস বুঝে না। বাজার সরাসরি যতোটা সহজ হবে ততো ভালো। এটা ভালো উদ্যোগ। তবে আমরা সবজির পাশাপাশি চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় জিনিস কম টাকায় চাই। আর জনবহুল হিসেবে এই কামরাঙ্গীরচরে আরও বাজার চাই আমরা।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হুসাইন, সিনিয়র সহকারী কমিশনার তানজিল পারভেজ, লালবাগ জোনের সহকারী কমিশনার (ভূমি) শরীফুল ইসলাম, কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলামসহ খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রবাসী আয় বৃদ্ধিতে হুন্ডির দৌরাত্ম্য কমাতে পদক্ষেপ নিতে হবে’

ব্যাংক খাত অনেক সহায়তা পেলেও পুঁজিবাজার কিছুই পায়নি : ডিএসই চেয়ারম্যান 

‘বিএনপি সুসময়ে চরিত্র হারায় না, দুঃসময়েও পালিয়ে যায় না’

‘শেখ পরিবারের লোকজন ক্যানসারের মতো দুর্নীতিতে ছড়িয়ে পড়েছে’

‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া’

জবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

নেপালকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাঘিনীদের

গাজায় যুদ্ধবিরতি শুরুর সময় জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল কাতার

তারেক রহমানের পক্ষে ২ সহস্রাধিক দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ

হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ 

১০

এবারের বিপিএলকে লজ্জাজনক বললেন সুজন

১১

সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা

১২

আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন দুলালের পরিবার

১৩

গাজা যুদ্ধে ইসরায়েল কী পেল

১৪

আবারও আর্থিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৫

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩২৫১ মামলা

১৬

সাইফ আলীর পর এবার আহত অর্জুন

১৭

২০ বছরের অধিক সাজা খাটা বন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধন

১৮

২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই রাশিয়া-ইরানের

১৯

শিশু সাফওয়ান হত্যা / জানাজা শেষে আসামিদের ঘরে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

২০
X