কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কামরাঙ্গীরচরে চালু হচ্ছে ন্যায্যমূল্যের জনতার বাজার

কামরাঙ্গীরচরে ন্যায্যমূল্যের ‘জনতার বাজার’ এর মতবিনিময় সভা। ছবি : কালবেলা
কামরাঙ্গীরচরে ন্যায্যমূল্যের ‘জনতার বাজার’ এর মতবিনিময় সভা। ছবি : কালবেলা

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘জনতার বাজার’ নামে ন্যায্যমূল্যের বাজার স্থাপন করা হচ্ছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর কামরাঙ্গীরচর কুড়ারঘাট মেডিকেল মোড়ে ‘জনতার বাজার’ প্রতিষ্ঠার জন্য এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, জনতার বাজার আপনাদের বাজার। এটি একটি স্মার্টবাজার ব্যবস্থা। বাজারে নানা পণ্যের দাম অনেক চড়া। ক্রেতাদের দীর্ঘদিনের অভিযোগ, কৃষকের কাছ থেকে ভোক্তাপর্যায়ে পণ্য আসা পর্যন্ত কয়েকটি হাত বদল হয়। তাতে পণ্যের দর কয়েকগুণ বাড়ে। মধ্যস্বত্বভোগীর এই দৌরাত্ম্য কমাতে এমন উদ্যোগ ভূমিকা রাখবে। মূলত সরাসরি কৃষক ও ভোক্তাদের সংযোগ স্থাপন করে বাজার নিয়ন্ত্রণের জন্যই এই বিশেষ বাজার স্থাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকার মোহাম্মদপুরের পর কামরাঙ্গীরচরে এটি দ্বিতীয় বাজার। প্রাথমিকভাবে জনবহুল ৬ স্থানে এ জনতার বাজার স্থাপন করা হবে। জনতার বাজারের জন্য সফটওয়্যার নির্মাণ করা হয়েছে। সারা দেশের বাজারমূল্য নির্ধারণ করা থাকবে। প্রতিটি পণ্য জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নির্ধারিত দরে বিক্রি করা হবে। ক্রয়মূল্যের সঙ্গে প্রকৃত পরিবহন খরচ এবং উদ্যোক্তাদের প্রদেয় যৌক্তিক মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ হবে। তবে ইচ্ছা করলে যে কোনো চাষি, খামারি বা উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য সরাসরি এনেও বিক্রি করতে পারবেন।

জেলা প্রশাসক বলেন, এ বাজারে অ্যাপসে বারকোড দিয়ে পণ্য কিনতে পারবেন, লাইন ধরতে হবে না। তবে চাইলে সরাসরিও পণ্য কেনা যাবে। এতে সহায়তা করবে কৃষি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বাজার টেকসইভাবে পরিচালিত হবে এবং রাজধানীর মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।

এ বাজার সম্পর্কে কোনো অভিযোগ থাকলে কোথায় জানাতে হবে প্রশ্নে তানভীর আহমেদ বলেন, কারো কোনো অভিযোগ থাকলে সফটওয়্যারে একটি জায়গা আছে সেখানে ভোক্তারা জানাতে পারবে। এ ছাড়া বাজারেরও একটি বক্স থাকবে। আমরা নিয়মিত বিরতিতে এগুলো চেক করব।

বাজার সম্পর্কে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, আমাদের এখানে খেটে খাওয়া মানুষ অ্যাপস বুঝে না। বাজার সরাসরি যতোটা সহজ হবে ততো ভালো। এটা ভালো উদ্যোগ। তবে আমরা সবজির পাশাপাশি চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় জিনিস কম টাকায় চাই। আর জনবহুল হিসেবে এই কামরাঙ্গীরচরে আরও বাজার চাই আমরা।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হুসাইন, সিনিয়র সহকারী কমিশনার তানজিল পারভেজ, লালবাগ জোনের সহকারী কমিশনার (ভূমি) শরীফুল ইসলাম, কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলামসহ খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক শক্তি দেখাতে নেমেছে ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান / পাল্টাপাল্টি পদক্ষেপ, সব কিছুতেই নিষেধাজ্ঞা

সিলেট মেডিকেলের সাবেক উপাচার্যসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টিভিতে আজকের খেলা

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

নারায়ণগঞ্জে টাকা নেওয়া সেই ওসিকে বদলি

জানাজায় গিয়ে ভাতিজার মৃত্যু, খবর শুনে মারা গেলেন চাচাও

স্বাস্থ্য পরামর্শ / একচেটিয়া মাতৃদুগ্ধ পান শিশু পুষ্টির স্বর্ণমান

ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

১০

জাবিতে সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিয়ে আসছে আইসিসি

১১

পাবিপ্রবিতে ডিন হলেন‌ বঙ্গবন্ধু পরিষদের নেতা

১২

সিলেটের ২ কিশোরীকে কক্সবাজারে পাচার, অনৈতিক কাজ করানোর অভিযোগ

১৩

‘দেশের ভেতরে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে’

১৪

গেমস খেলার দ্বন্দ্বের জেরে ২ পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

১৫

বাঙলা কলেজ মাঠে খেলাধুলায় নিষেধাজ্ঞা, অনুমতির শর্তে আয়োজন

১৬

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন

১৭

‘আপনার মেয়েকে মেরে ফেলছি, মরদেহ নিয়ে যান’

১৮

এক লাশের দাম ৪ লাখ টাকা!

১৯

৩ ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে ইতালি

২০
X