রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পাহাড়ি ছাত্র-জনতা। এতে আটক দুজনসহ ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা প্রায় তিনশ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে মতিঝিল থানায় এ মামলা করেন পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি মিছিল মতিঝিলের এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) ভবনের দিকে যায়। কিন্তু মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পৌঁছলে ‘স্টুডেন্ট ফর সভারেন্টির’ ব্যানারে একটি দলের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে নারীসহ উভয়পক্ষের কয়েকজন আহত হন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মো. আব্বাস ও আরিফ আল কবির নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
মন্তব্য করুন