কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ৫ আগস্ট ছিল আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। ওইদিন পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। তাই এখন কিছু করতে হলে সবার মতামতের ভিত্তিতে করতে হবে। যাতে কেউ বলতে না পারে, তুমি অমুক, তুমি তমুক। কাজেই জুলাই ঘোষণাপত্র সবার মতামতের ভিত্তিতে করতে চাই।

তিনি বলেন, আপনাদের সঙ্গে দেখা হলে, বসতে পারলে খুব ভালো লাগে। মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, এ সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যের দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, তখন দেখি একা পড়ে গেছি, আশেপাশে কেউ নেই আপনারা। তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে কাজ করি তখন মনের মধ্যে সাহস বাড়ে, একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম। একতাতেই আমাদের শক্তি।

অন্তর্বর্তী সরকারপ্রধান বলেন, মাঝখানে একদিন ছাত্ররা এসে বলল তারা একটা ঘোষণাপত্র দেবে। আমাকেও সেখানে থাকতে হবে। আমি বললাম এটা হবে না। আমার চাওয়াটা হবে না, তোমাদের চাওয়াটাও হবে না। তোমরা যদি ৫ আগস্টে ফিরে যেতে চাও, সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে। একা এটা করা যাবে না। ওইদিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই তুমি অমুক, তুমি তমুক। কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়েই করতে হবে। এটা পরিষ্কার। না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা ৫ আগস্ট সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে। তারা আমার কথাই খুব খুশি হয়নি। কিন্তু ক্রমে তারা বুঝল ৫ আগস্ট রিক্রিয়েট করতে হলে এইভাবে করতে হবে। সেই কথা থেকে এ আলাপ শুরু।

ড. ইউনূস আরও বলেন, আজকে আলোচনা একে কেন্দ্র করেই হবে। আমরা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্যে ব্যাহত হবে। দরকারও নেই। ঐক্যের মাধ্যমে করলে সবার মনে সাহস আসবে। সবাই ভাববে আমরা তো জেগে আছি এখনো। আমরা ভোঁতা হয়ে যাইনি। আমাদের অনুভূতি ভোঁতা হয়নি এখনো, এখনো চাঙা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছি।

তিনি বলেন, আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি। এই একতা নিয়েই থাকব। কাজেই সেই পথেই আমাদের চলতে হবে। যখন আপনাদের সঙ্গে বসি তখন সেই সাহসটা দেন। আজকে আপনাদের দেখে খুবই সাহসী মনে হচ্ছে। ৫ আগস্টের কথা স্মরণ করে আমরা একতাবদ্ধ আছি। সেই একতাকে কীভাবে মানুষের সামনে প্রকাশ করব, ৫ আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে।

তিনি আরও বলেন, ঘোষণাপত্রের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটা নিয়ে সর্বসম্মতিক্রমে সবার সামনে আসতে পারি, তা দেশের জন্য ভালো। আন্তর্জাতিকভাবেও ভালো। সবাই দেখবে যে এ জাতির মধ্যে বহু ঠোকাঠুকি হয়েছে কিন্তু নড়ে না। স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। তা সারা দুনিয়াকে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাবরকে ৬ বছর কনডেম সেলে রাখা হয়’

আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে এসআইয়ের মৃত্যু

অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য মেলা

যুদ্ধবিরতি নিয়ে উগ্র ডানপন্থিদের চাপে নেতানিয়াহু

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলা, আরিফ-আব্বাস কারাগারে 

বাবরের মুক্তিতে গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ

শাবিপ্রবিতে ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার

জীবনের ঝুঁকি নিয়ে চাঁদাবাজকে গ্রেপ্তার করলেন এএসআই

বগুড়ায় মেডিকেল ভর্তিতে গত বছরের তুলনায় এবার প্রার্থী দ্বিগুণ

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি গঠন

১০

হাসিনা ও এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করেছিল : মামুন

১১

ব্যাংকিং ডিপ্লোমা করলেই পদোন্নতিতে ১০ শতাংশ নম্বর

১২

যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের বিজয় হয়েছে : ইরান

১৩

পাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. শামীম

১৪

খালেদা জিয়ার বিষয়ে আসিফ নজরুলের বক্তব্যের খণ্ডিত অংশ বিকৃতভাবে প্রচার

১৫

ফল বিক্রেতার নান্দনিক কৌশলে মুগ্ধ ক্রেতারা, বেড়েছে আয়

১৬

সাইফকে হামলা করা চোরের ছবি প্রকাশ্যে

১৭

বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান জনগণ মেনে নিবে না : আমিনুল হক 

১৮

পান্থকুঞ্জ-হাতিরঝিল ধ্বংসের প্রকল্প বাতিল না হলে সচিবালয় অভিমুখে যাত্রা

১৯

বাসচাপায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

২০
X